শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারন সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিনে ইর্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদেরকে নির্বাচিত করা হয়। সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনার এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসাবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নাম ঘোষণা করেন।
|
সন্ত্রাসবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রশংসিত
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগদান করা বিদেশী প্রতিনিধি দল সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করছে।’
|
চীন- বাংলাদেশের সম্পর্ক এখন ‘কৌশলগত অংশিদারিত্বের’
বাংলাদেশ ও চীন দেশ দু’টির মধ্যে বিদ্যমান গভীর ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝতো স্মারক সই হয়েছে। এর মধ্যে দিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ, অবকাঠামো, সড়ক, রেল, জলপথ,আইসিটি, তথ্য, মেরিটাইম সহযোগিতা ইত্যাদিসহ নতুন কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়েছে।
|
বিমস্টেক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে শেখ হাসিনার আহবান
ভারতের গোয়ায় ব্রিকস বিমস্টেক আউটরিচ সম্মেলনে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে জোটের নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমস্টেক সদস্য দেশগুলোতে মানসম্পন্ন ও টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন এবং প্রযুক্তির উন্নয়নে ব্রিকস নেতাদের সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানান তিনি। অর্থনৈতিক উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
অতি দরিদ্রের সংখ্যা ১২.৯ শতাংশে নেমে এসেছে
২০১৫-১৬ অর্থবছরে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এই হিসাব তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়ন সূচকের অগ্রগতির কারণে এ হার কমে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়। এক্ষেত্রে বাংলাদেশের অর্জন পাশ্ববর্তী ভারত, নেপাল, পাকিস্তান ও ভূটানের চেয়ে ভাল।
|
জিডিপি প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ
মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর ছাড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে এসে ২০১৫-১৬ অর্থবছরের চূড়ান্ত হিসাব বলছে, জিডিপির প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ অর্জিত হয়েছে। এ ছাড়া মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে এক হাজার ৪৬৫ ডলার। বাংলাদেশপরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পুরো ১২ মাসের কৃষি, শিল্প ও সেবা খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জিডিপির এই হিসাব চূড়ান্ত করেছে।
|
বাংলাদেশ অনুসরণীয়ঃ দারিদ্র্য বিমোচনের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য সারাবিশ্বের জন্য শিক্ষণীয়, অন্যদের জন্য অনুসরণীয়। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে ঢাকায় এসে বাংলাদেশকে এভাবেই মূল্যায়ন করলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, 'বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে যে, কীভাবে ব্যাপক অসচ্ছলতা অতিক্রম করতে হয়। উদ্ভাবন, অঙ্গীকার, লক্ষ্য নির্ধারণ এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ফলে এটা সম্ভব হয়েছে। তার বিশ্বাস, বাংলাদেশ এই অবস্থা ধরে রাখবে।'
|
আইসিটিতে বাংলাদেশ বিশ্বের সামনে উদাহরন ঃ সজীব ওয়াজেদ
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে বাংলাদেশের কর্মপন্থা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং অন্যান্য দেশ এখন তা অনুসরণ করতে চাইছে। তিনি বলেন, “আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আমার জানামতে পৃথিবীতে আর কোনো দেশ নেই, এত অল্প সময়ের মধ্যে একটা দরিদ্র দেশ নিজেদের অর্থায়নে, অন্য কোনো দেশের সহযোগিতা বা পরামর্শ না নিয়ে নিজেরাই ডিজিটাইজ করেছে।“
|
তথ্য-প্রযুক্তির মেলা 'ডিজিটাল ওয়ার্ল্ড' অনুষ্ঠিত
দেশে চতুর্থবারের মতো আয়োজিত হল তথ্য-প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। ‘ননস্টপ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চলা মেলায় প্রযুক্তিক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও অগ্রযাত্রা তুলে ধরা হয়। ডিজিটাল ওয়ার্ল্ডে নেপাল, উগান্ডা, ভুটান, সৌদি আরব, সুরিনাম, ভিয়েটনাম ও মালদ্বীপের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া এতে অনেক দেশিবিদেশি বক্তা অংশ নেন। সরকারের ৪০টি মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে তথ্য-প্রযুক্তির ব্যবহারের বিষয়টি তুলে ধরে।
|