শিশুদের সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সুরক্ষায় ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ উদ্বোধন করেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ এর কলসেন্টারের ১০৯৮ নম্বরে ফোন করে ২৪ ঘন্টা এর সেবা পাওয়া যাবে। কেন্দ্রীয় কলসেন্টারে কর্মরত সমাজকর্মীগণ দুস্থ এবং সামাজিক সুবিধাবঞ্চিত শিশুদেরকে টেলিফোনের মাধ্যমে তাদের প্রয়োজন মাফিক তথ্য ও কাউন্সেলিং সেবা প্রদান করবেন।
|
রাজশাহীর জনগণের সঙ্গে সন্ত্রাস দমন ও উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জনগণের প্রতি- সকলে আমার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। যে কারণে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
|
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে চরম দারিদ্র্য নির্মূল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার দেয়া দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠিকে এগিয়ে আনতে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি (এসএসএনপি) বাস্তবায়ন করছে। কার্যক্রমের মধ্যে রয়েছে টেস্ট রিলিফ, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, ভিজিডি, ভিজিএফ, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ নারী ও বিধবা ভাতা। চলতি অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৮৫ দরিদ্র মানুষের মধ্যে ৩৮ কোটি ৪৬ লাখ টাকা এবং ৮ লাখ ২২ হাজার পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১২ হাজার ৩শ’ ৯২ টন চাল বিতরণ করা হয়েছে।
|
নতুন ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম
যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম সম্প্রসারিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। দরিদ্র প্রবণ ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে সম্প্রসারিত হবে। এর আওতায় ২০১৭ সালের মে মাস থেকে শিক্ষিত বেকার যুবকদের ৩ মাসের প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রত্যেক প্রশিক্ষণার্থী দৈনিক ১শ’ টাকা করে ভাতা পাবেন।
|
রপ্তানি আয় বেড়েছে ৬.৫৩ শতাংশ
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে দেশের মোট রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭৯ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.৫৩ শতাংশ বেশি। একক মাস হিসেবে অক্টোবরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৪.৩৯ শতাংশ। আগামী মৌসুমে (অক্টোবর-ডিসেম্বর) রপ্তানি আয় আরও ভালো হবে বলে আশা করছে খাতসংশ্লিষ্টরা।
|
বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে: ডিএফআইডি এর মহাপরিচালক
সফররত যুক্তরাজ্যের ডিএফআইডি এর মহাপরিচালক ডেভিড কেনেডি বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ আরো ভালো করবে। বর্তমানে যুক্তরাজ্যের ২০০-এর বেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং সফলভাবে বাণিজ্য পরিচালনা করছে। বিশেষ করে বাংলাদেশের তৈরী পোশাক শিল্প, কৃষি ভিত্তিক শিল্পতে যুক্তরাজ্য সরাসরি বিনিয়োগ করতে চায়।
|
সায়মা ওয়াজেদ পুতুল ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল ‘ইউনেস্কো’ আমির জারের আল আহমদ আল-সাবাহ পুরস্কার সংক্রান্ত আর্ন্তজাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবন যাত্রা উন্নয়নে অবদান রাখা ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার জন্য ইউনেস্কো পুরস্কারটি চালু করে।
|
জেল হত্যা দিবস: জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করেছিল।
|
৭ নভেম্বরঃ মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস পালিত
বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নভেম্বর সারাদেশে যথাযথ মর্যাদায় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যার চারদিন পর ৭ নভেম্বর শুরু হয় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যাকান্ড। এ দিন থেকে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া।
|
শহিদ নূর হোসেনের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাজ্ঞাপন
নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময়ে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
|
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে শরীক হন।
|