ঢাকা-বুদাপেস্ট ৩ এমওইউ স্বাক্ষর
কৃষি, পানি ব্যবস্থাপনা তথা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ৩ টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও হাঙ্গেরি। হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি সই হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উভয় নেতা সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াবে না। উভয় দেশই সহযোগিতার ক্ষেত্রে আন্তরিক।
|
আগামী বছর বিনা মূল্যে ৩৬ কোটি ২১ লাখ পাঠ্যপুস্তক বিতরণ
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে সরকার আগামী বছর ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করবে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ী, দাখিল ও দাখিল ভোকেশনাল এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধী চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হবে। ১ জানুয়ারি নতুন (২০১৭) শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।
|
একনেকে অনুমোদন: ৫ লাখ গ্রাহক পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ
নতুন ৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার লক্ষ্যে পাওয়ার গ্রীড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকার। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট- এই চার বিভাগের গ্রাহকরা এ সুবিধা পাবেন। ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পের মাধ্যমে নতুন লাইন নির্মাণ এবং পুরাতন লাইন সংস্কার করা হবে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৭০৩ কোটি ৩১ লাখ টাকা।
|
ডিজিটাল গভর্নমেন্ট এওয়ার্ড ১৬ পেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্র্রি অরগনাইজেশন’র (এএসওসিআইও)‘গভর্নমেন্ট অ্যাওয়ার্ড-’১৬ পেয়েছে। আইসিটি ডিভিশনের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষণীয় প্রয়োগ এবং এর মাধ্যমে সরকারি সেবা প্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে এ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়।
|
ডিজিটাল কর্মসূচি গ্রামীণ জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে
সরকার ডিজিটাল কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেবা সফলভাবে গ্রামাঞ্চলের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে ভূমি সম্পর্কিত তথ্যাদি, কম্পোজিং, প্রিন্টিং, ছবি তোলা, স্ক্যানিং, ই-মেইলিং, ইন্টারনেট ব্যবহার করে দেশে ও বিদেশে কথা বলা, মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে গ্রামীণ এলাকার শিক্ষিত যুবকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহজে প্রবেশ করেছে। তারা বাড়িতে বসেই আউটসোর্সিং কাজ করে আয় করার সুবিধা পাচ্ছে।
|
বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতির প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক
বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। চীনের সাংহাইয়ে ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ বিষয়ক নবম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সভায় স্বাস্থ্য খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মার্গারেট চ্যান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যে আমি আশাবাদি।’
|
সুন্দর দেশ রেখে যাওয়াই আমাদের লক্ষ্যঃ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানসহ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেখ হাসিন বলেন ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যাওয়াই আমাদের লক্ষ্য।’ তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামুদ্রিক জরিপ জাহাজ আরভি মীন সন্ধানীর কার্যক্রম উদ্বোধন করেন। তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়েকালে তিনি কৃষক, শ্রমিক, মৃিশল্পীদের বক্তব্য শুনেছেন।
|
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব কিছু করা হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসে বীর শ্রেষ্ঠগণের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব কিছু করতে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। চলতি ২০১৬-১৭ অর্থ বছরে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা, চিকিৎসা এবং রেশন সামগ্রী বাবদ ২ হাজার ৪২৭ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
|
জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ৬১ প্রার্থীর নাম ঘোষণা
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলায় দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
|
মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী লীগ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আবদুল হামিদ খান ভাসানী বিশ শতকে বৃটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের অন্যতম নায়ক। দেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবে সমধিক পরিচিত ছিলেন তিনি।
|
মেয়র মোহাম্মদ হানিফের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত
মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়া্মী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে দেহে স্প্লিন্টারের ক্ষত নিয়ে ধুকতে ধুকতে ২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে মারা যান তিনি।
|