Joy Bangla Barta

Dec 16, 2016 | Issue 05

Joybangla Barta

জি এফ এম ডি সম্মেলনে অভিবাসীদের মর্যাদা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা ‘নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের দুর্দশা লাঘব করে তাদের মর্যাদা সুনিশ্চিত করতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বৈচিত্রময় এবং এই সংযুক্ত বিশ্বে, অভিবাসন অবশ্যম্ভাবী এবং অপরিহার্য। অভিবাসীসহ মানুষে মানুষে সহমর্মিতায় যে কল্যাণ, তা সকল সমাজকে অনুধাবন করতে হবে।

শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চাইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেন, ‘তাঁর সরকার শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় যাতে প্রত্যেক নারী অর্থনৈতিকভাবে সাবলম্বী হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে। নিজের সংসার ও সমাজকে যেন গড়ে তুলতে পারে।’ গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ৬৮তম স্থানে রয়েছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ৭ম স্থান অর্জন করেছে।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। সংস্থাটির ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ শাখায় মঙ্গল শোভাযাত্রার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনেস্কোর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইথিওপিয়ার আদ্দিসআবাবায় সংস্থার ইন্টার-গভর্নমেন্টাল কমিটির ১১তম সেশনে এই স্বীকৃতি দেয়া হয়।

শিক্ষায় জেন্ডার সমতা অর্জনে বাংলাদেশ রোল মডেল: বিশ্বব্যাংক পরিচালক

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় জেন্ডার সমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিচালক অমিত ধর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তিনি বাংলাদেশে শিক্ষা খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এবং শিক্ষা খাতে সার্বিক সহায়তা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং শিক্ষা খাতে বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে আরো সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন।

৭৮৫ কোটি টাকা ঋণ পেয়েছেন ১১ হাজার নতুন নারী উদ্যোক্তা

২০১৬ সালের (জানুয়ারি-সেপ্টেম্বর) সময়ে মোট এক লাখ ৭ হাজারের বেশি নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এসব উদ্যোক্তাদের মাঝে ১ লাখ ১ হাজার ১৯২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে । এর মধ্যে প্রায় ১১ হাজার নতুন নারী উদ্যোক্তা ৭৮৫ কোটি টাকা ঋণ পেয়েছেন। বছরের নয় মাস শেষে লক্ষ্যমাত্রার ৮৯ দশমিক ১৫ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। আগের বছরে একই সময়ে লক্ষ্যমাত্রার ৭৮ দশমিক ৩৬ শতাংশ ঋণ বিতরণ হয়েছিল।

সব সরকারি হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য অধিদফতর থেকে সারাদেশের সব সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি, ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের কাজীপুর, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টঙ্গী ও মানিকগঞ্জ সদর হাসপাতাল বহিঃবিভাগে বৈকালিক চিকিৎসা সেবা চালু হয়েছে। সামনের দিনগুলোতে সব সরকারি হাসপাতালে এই সেবা চালু করা হবে। বিকালে আর দরিদ্র রোগীদের টাকা দিয়ে ডাক্তার দেখাতে হবে না।

প্রতিবন্ধীদের জন্য জীবনচক্রভিত্তিক কর্মপরিকল্পনা 

সরকার সকল প্রতিবন্ধীদের রাষ্ট্রীয় সুরক্ষার আওতায় আনতে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। বর্তমানে সাড়ে ৭ লাখ অসচ্ছল প্রতিবন্ধীকে মাথাপিছু মাসিক ৫০০ টাকা ভাতা প্রদান করা হচ্ছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি, শ্রবণ পরীক্ষা, কাউন্সেলিংসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের সক্ষমতার নিরীখে কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

২০২১ সালের মধ্যে শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে

‘জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে; চলমান গতি অব্যাহত রেখে ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারব। ক্রমাগত উন্নয়নের মাধ্যমে গত আট বছরে ৮০টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদন ক্ষমতা ১৫,০০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বর্তমানে সঞ্চালন লাইনের পরিমাণ ৯,৮৯৩ সার্কিট কিলোমিটার এবং বিতরণ লাইনে ৩ লাখ ৬০ হাজার কিলোমিটার।

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক

এক লাখ ১৩ হাজার কোটি টাকায় পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব‌্যয়ের এই প্রকল্পে দুটি ইউনিটের মাধ্যমে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত প্রস্তাবিত এ প্রকল্পটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করবে। প্রকল্পটি আগামী ২০২৫ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ হাইকোর্ট সংলগ্ন মরহুম হোসেন সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দীর ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশে সারাজীবন সংগ্রাম করেছেন।   

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরেরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে।  

বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের গর্বিত ইতিহাস জানুন

দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিল এদেশের মুক্তিকামী জনতা। পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আল-বদর,আল-শামস এবং শান্তি কমিটির সহায়তায় এ দেশে ব্যাপক গণহত্যা, ধর্ষণ এবং হত্যাযজ্ঞ চালায়। ডিসেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হতে থাকে। এরপর ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

৪৫তম বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter