Joy Bangla Barta

Jan 16, 2017 | Issue 07

Joybangla Barta

সরকার গঠনের ৩ বছর পূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তার সরকারের নেয়া উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন যে, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিন্ম-মধ্যম আয়ের দেশের মর্যদা অর্জন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে’।

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীর ডাভোস যাত্রা

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ডাব্লিউইএফ নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ফোরামের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং কর্মসূচির ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। 

৩ দিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ আয়োজিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিন ব্যাপী দেশজুড়ে উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধন করেন। উন্নয়ন মেলায় জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, ব্যাংক-বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করেছে। মেলায় প্রতিদিন সভা, সেমিনার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, ছবি ও পোষ্টার প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’-এর স্থায়ী পর্যবেক্ষক হলো বাংলাদেশ

আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’(ওএএস) এর স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ওএএস-এর মহাসচিব লুইস অ্যালমাগরো এক চিঠিতে বলেন, ‘এই মর্যাদা লাভের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং আমেরিকার জনগণের অভিন্ন স্বার্থে আমাদের সংস্থা ও আপনাদের দেশের মধ্যে আমি দৃঢ় বন্ধন ও সহযোগিতা প্রত্যাশা করি।’

২০১৭ সালে জাতীয় গ্রিডে যোগ হবে ১৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ

চলতি বছরে সরকারি ৮টি বিদ্যুৎকেন্দ্রে ১৬২৩ মেগাওয়াট এবং বেসরকারি ২টি কেন্দ্রের মাধ্যমে ২১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে ১৫ হাজার ২৯৫ মেগাওয়াটে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ২০২১ সালের মধ্যে সারাদেশকে বিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার অংশ হিসেবে সরকার আগামী ২০১৮ নাগাদ ৪৮৬ উপজেলার মধ্যে ৪৬৫টি বিদ্যুতের আওতায় আনবে।

নিজ মাতৃভাষায় পাঠ্যপুস্তক পেল আদিবাসী শিশুরা

এবারই প্রথম নিজ মাতৃভাষায় পাঠ্যপুস্তক পেল আদিবাসী শিশুরা। উৎসবমুখর পরিবেশে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষী শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব ভাষায় ১২ হাজার ৮৩১টি পাঠ্যপুস্তক ও অনুশীলন খাতা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তিতে ও ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে পাহাড়ের আদিবাসী শিশুদের মাতৃভাষায় পড়ালেখা করার সুযোগের কথা বলা আছে।

বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬ গুণ

২০১৬ সালে বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বেড়েছে। গত বছরে বিদেশি বিনিয়োগকারীরা ৫ হাজার ৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৭১৬ কোটি টাকার শেয়ার। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ১ হাজার ৩৪০ কোটি টাকা। ২০১৫ সালে তাদের নিট বিনিয়োগ ছিল ১৮৫ কোটি। দেশে বিদ্যমান রাজনৈতিক স্থিতিশীলতা, ক্রমহ্রাসমান ব্যাংক সুদ হার ইত্যাদি বিষয় বিদেশি বিনিয়োগকারীদেরকে বাড়তি বিনিয়োগে উৎসাহী করেছে।

৬০ লাখ মানুষকে স্বাবলম্বী করেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ‘পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দেশের ৫২ টি জেলার ৪০৩টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৬০ লাখ মানুষকে স্বাবলম্বী করেছে। প্রতিষ্ঠানটি আয় বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকান্ডে ৮ হাজার ৮৬০ কোটি টাকা ঋণ বিতরণ করে। চলতি অর্থবছরে পিডিবিএফ ১ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা নিয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান বেড়েছে ৩৬ দশমিক ৩১ শতাংশ

২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। যা ২০১৫ সালের তুলনায় ৩৬ দশমিক ৩১ শতাংশ বেশি। ২০১৬ সালে ৬টি আইএমটি ও ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ মোট ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যম ৩ লাখ ৭ হাজার ৮ শত ৪৯ জন কর্মীকে দেশে ও বিদেশে কর্মসংস্থান লাভের উদ্দেশ্যে ৪৮টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ১৯ দশমিক ৩৭ শতাংশ বেশি কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এ বছরই ফোরজি সেবা

নতুন বছরে টেলিযোগাযোগ খাতে চালু হবে ফোরজি সেবা। এ ছাড়া নতুন বছরের শুরুতেই গ্রাহকরা নিজের ব্যবহৃত নম্বর না পাল্টিয়ে মোবাইল নেটওয়ার্ক বদলের স্বাধীনতা পাবেন। এই সেবা চালুর সব প্রস্তুতি প্রায় শেষ। এটা দেশের টেলিযোগাযোগ খাতে বড় মাইলফলক হবে। এ ছাড়া সারাদেশে উন্নত ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ চলছে।  

নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। এর মধ্যে প্রধান কর্মসূচি ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদানে জনসভা। এতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে ৯ মাস যুদ্ধের পর বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।  

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সংলাপ

নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংলাপে প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপযুক্ত বিবেচনা করবেন, সে প্রক্রিয়ায় নিয়োগ দেবেন এবং সম্ভব হলে এখনই একটি উপযুক্ত আইন প্রণয়ন অথবা অধ্যাদেশ জারি করার প্রস্তাব দেয়া হয়। সংলাপে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe