Joy Bangla Barta

Jan 31, 2017 | Issue 07

Joybangla Barta

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ডব্লিউইএফ সম্মেলনে যোগদান

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্ব অঙ্গনে দেশের সাফল্য এবং বিভিন্ন অর্জনসমূহ উপস্থাপনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ডাভোসের কংগ্রেস সেন্টারে ফোরামের পূর্ণাঙ্গ উদ্বোধনী অনুষ্ঠান, ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ কর্মসূচি এবং লিডিং দ্য ফাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের জরুরি যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে এবং জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।  

‘পুলিশ সপ্তাহ ২০১৭’র উদ্বোধনী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পুলিশ সপ্তাহ-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পুলিশ সেবাকে আরো জনবান্ধব করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় মানুষের প্রতি সেবার হাত প্রসারিত করতে হবে।’ তার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৩২ হাজার ৩১ টি পদ সৃজন করে। পুলিশে আরো ৫০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব প্রদানের আহবান প্রধানমন্ত্রীর

সারাদেশের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও করিগরি সম্পর্কিত ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৮ জন ক্রীড়াবিদ নিয়ে আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান জানিয়েছেন।

পানি সংরক্ষণের লক্ষ্যে ৩৭৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দিঘি ও জলাশয়সমূহ পুনঃখনন, সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯ টি পুকুর পুনঃখনন করা হবে। এর মধ্যে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩ টি পুকুর পুনঃখনন হবে। এর ফলে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হবে।

গ্রামীণ নারীদের আত্ম কর্মসংস্থানে ২৩৭ কোটি টাকার প্রকল্প

গ্রামীণ নারীদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য ২৩৭ কোটি ব্যয় ধরে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটি মেয়াদ ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। গ্রামীণ নারীরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের হস্তশিল্প, টুরিসম, মাশরুম চাষ, কার্পেট তৈরি, বিক্রয় কর্মী, মোবাইল ফোন ঠিক করা ইত্যাদি বিষয়ে ৪ মাস মেয়াদী প্রশিক্ষণ পাবে।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ

মালয়েশিয়া সরকার প্লান্টেশন খাতে ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র পাঠিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে কর্মী নিতে সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে মালয়েশিয়া। অনলাইনে এই কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এবার কর্মীদের জন্য চাকরির নিরাপত্তা ও ইন্স্যুরেন্স সুবিধা থাকছে। প্রথম দফায় ৯ থেকে ১০ হাজার কর্মী নিয়োগ হবে।

নবায়নযোগ্য জ্বালানী থেকে ২০১৯ সালের মধ্যে ৬৯৭ মেগাওয়াট বিদ্যুৎ

সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যে সামনে রেখে ২০১৯ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানী উৎস থেকে ৬৯৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। বর্তমান সরকার সারাদেশে ৫০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২ কোটি মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। পাশাপাশি ২০১৮ সালের মধ্যে ১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপনের একটি প্রকল্প গ্রহণ করেছে।

ফাইবার অপটিকের আওতায় আসছে ২৬শ ইউনিয়ন

উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি গ্রাম পর্যন্ত সম্প্রসারিত করতে ‘ইনফো সরকার-৩’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি গত ২২ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৬শ ইউনিয়নকে ফাইবার অপটিক্যাল ক্যাবল সংযোগের আওতায় আনা হবে। ফলে গ্রামের মানুষ খুব সহজেই তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে পারবে। প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

এ বছরে সব ভোটারের হাতে স্মার্ট কার্ড

এ বছরের মধ্যে দেশের সব নিবন্ধিত ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত বছরের ২ অক্টোবর (২০১৬) থেকে স্মার্ট পরিচয়পত্র বিতরণের কাজ শুরু করেছে। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগুলো বিতরণের কাজ শেষ হবে বলে আশা করা যায়। এ সময়ের মধ্যে নিবন্ধিত মোট ৯ কোটি ভোটারের মধ্যে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।  

পালিত হল গণঅভ্যুত্থান দিবস

বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি এই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে। এদিন শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্মরণ সভার আয়োজন করা হয়।  

শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী

প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারে অর্থমন্ত্রী জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭১ সালে মুজিবনগরে প্রতিষ্ঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রীসহ মুক্তিযুদ্ধ পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দিনটি উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহ এএমএস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য শাহ এএমএস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বনানী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে প্রয়াত কিবরিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe