Joy Bangla Barta

Feb 15, 2017 | Issue 09

Joybangla Barta

ই-৯ মিনিষ্টারিয়াল মিটিং অন এডুকেশর-২০৩০ অনুষ্ঠিত

তিন দিন ব্যাপী ‘ই-৯ মিনিষ্টারিয়াল মিটিং অন এডুকেশর-২০৩০’ শীর্ষক সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর ই-৯ ভিত্তিক দেশগুলোর উদ্যোগগুলোকে এসডিজির সাথে সমন্বয় করে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। ই-৯ জোটের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

অমর একুশের গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ উদ্বোধন করে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং লেখক-প্রকাশকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। গ্রন্থমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে।  

সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

সফররত জার্মানীর দুই সংসদ সদস্য হ্যান্স-পিটার ইয়ুল এবং থর্সটেন ফ্রেই’র সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে বর্ণনা করে এই ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ব শান্তি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।’ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করে এ দুটি নির্মূলে বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান প্রশংসিত

পদ্মা সেতু নির্মাণে ষড়যন্ত্রের অভিযোগের কোন সত্যতা পায়ানি কানাডার আদালত। কানাডার আদালতের রায় বাংলাদেশের অবস্থানকে সুসংহত এবং বিশ্ব দরবারে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বলতর করেছে। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের অবস্থানকে দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। এই সেতু নির্মাণে বিলম্বের কারণে গত কয়েক বছরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন থেকে বঞ্চিত হয়েছে।

এটুআই এর প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ

ভারতের ব্যঙ্গালোরে অনুষ্ঠিত দ্যা ওপেন গ্রুপ এ্যাওয়ার্ড ফর ইনোভেশন এন্ড এক্সিলেন্স -২০১৭ প্রতিযোগিতায় বাংলাদেশের একসেস টু ইনফরমেশন (এটুআই)কে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড দিয়েছে ভারতের ওপেন গ্রুপ ফোরাম। উল্লেখ্য, এটুআই প্রোগ্রাম সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়নের ৪৩ হাজার অফিসের ওয়েবসাইট তৈরি, ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি তথ্য ও সেবা ফ্রেমওয়ার্ক তৈরিসহ বিভিন্ন ই-সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গৃহীত হল প্রকল্প

তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টএলজিএসপি)) ৩ সহ ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির লক্ষে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের চার হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জানুয়ারি, ২০১৭ থেকে ডিসেম্বর ২০২১ মেয়াদকালে এটি বাস্তবায়িত হবে।

নির্বাচন কমিশনের প্রথম নারী কবিতা খানম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ সদস্যের যে নির্বাচন কমিশন গঠন করেন, তাতে একমাত্র নারী হিসেবে স্থান পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম। নির্বাচন কমিশনে প্রথম নারী হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। সংসদ, সরকার, বিচারালয়, বিশ্ববিদ্যালয়সহ নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনেও নারীর উপস্থিতির প্রত্যাশা কয়েক মাস আগে জানিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা।

কেইপিজেডেঃ হবে ৩ লক্ষ লোকের কর্মসংস্থান

কোরীয় রফতানি প্রক্রিয়া জোনে (কেইপিজেড) ৩ লাখ ৩ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটি হবে দেশের প্রথম বেসরকারি ইপিজেড যেটিতে ১.২ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ হয়েছে। শিগগির কার্যক্রম শুরু হতে যাওয়া এই ইপিজেডে থাকছে আধুনিক সবুজ পরিবেষ্টিত পরিবেশবান্ধব কারখানা, জোন সাপোর্ট সেবা স্থাপনা, সড়ক, বিদ্যুৎ নেটওয়ার্ক, প্লানটেশন, জলাশয় এবং উন্মুক্ত স্থানের মতো ইউটিলিটি সেবার ব্যবস্থা।

২ লক্ষ ৮০ হাজার গৃহহীনকে পুনর্বাসন

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে সারাদেশের ২ লক্ষ ৮০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হবে। ইতোমধ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরে আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে ১৫ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রকল্পে পুনর্বাসিতদের জীবনমান উন্নয়নের জন্য ১৪ দিনের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে এবং প্রশিক্ষণ শেষে পরিবার প্রতি ২০ হাজার টাকা করে ঋণ দেয়া হয়।

দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সেবা পেতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডাব্লিউ-৫এর সঙ্গে যুক্ত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি এসএমডাব্লিউ-৫-এর সেবা পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে যোগ হচ্ছে আরো ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ। পরে পাওয়া যাবে প্রায় এক হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইডথ। এখন পটুয়াখালীর ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংযোগের অপেক্ষায় রয়েছে। এ সংযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বিটিসিএলকে।  

ভয়েস মেইল সার্ভিসের (ভিএমএস) উদ্বোধন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের সুবিধার্থে সোমবার ভয়েস মেইল সার্ভিস চালু করেছে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ দুপুরে বিটিআরসি কার্যালয়ে ভিএমএস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সেবা চালু হওয়ায় এখন ফোনে কাউকে পাওয়া না গেলে ভিএমএস পাঠিয়ে তার সঙ্গে যোগাযোগ করা যাবে। ডিজিটাইজেশনের এই যুগে ভিএমএস মানুষের জীবনযাত্রাকে আরো গতিশীল করবে।  

সুরঞ্জিত সেনগুপ্ত’র প্রতি শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষনি:শ্বাস ত্যাগ করেন। জাতীয় সংসদ ভবনে মরহুমের মরদেহ আনা হলে নেতা-কর্মীদের সঙ্গে সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো আর দল হারালো একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe