Joy Bangla Barta

March 16, 2017 | Issue 11

Joybangla Barta

ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৪৫ বছর আগের ৭ই মার্স বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুকের মুখে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন - ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ, শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ - জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত

১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যাকে স্মরণ করে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী সেই রাত থেকে ‘অপারেশন সার্চ লাইট’ নামে এক নজিরবিহীন গণহত্যার সূচনা করে, যা পরবর্তী ৯ মাস অব্যাহত ছিল । আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন গ্রন্থে ৭১ এ পাকিস্তানী বাহিনীর হত্যা যজ্ঞকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।  

আইওআরএ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেনথিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্ট্যাবল এন্ড প্রসপরাস ইন্ডিয়ান ওশান।’ সম্মেলনে সাধারণ বিতর্ক অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে রূপালি ব্যাংকের ‘শিওর ক্যাশ’ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন। ট্যাবের সুইচ চেপে এই কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারাদেশের ১ম থেকে ৫ম শ্রেণী এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মায়ের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা পৌঁছে যায়। ‘মায়ের হাসি’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে বছরে ১৬শ’ কোটি টাকা।

জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা করলেন ইন্টারপোলের মহাসচিব

ঢাকায় ১৫টি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ইন্টারপোল মহাসচিব ইয়ুরগেন স্টক জঙ্গি দমনে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে, তার ভূয়শী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে খুবই সফল। গুলশানের ঘটনার পর তাদের প্রচেষ্টায় সফল হওয়ার জন্য অভিনন্দন।” জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য আদান-প্রদানে আন্তঃদেশীয় নেটওয়ার্ক তৈরিতে ইন্টারপোল কাজ করছে বলে জানান তিনি।

অবকাঠামো উন্নয়নে গ্রামীণ আয় বেড়েছে বাংলাদেশের

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ফলে বাংলাদেশের দরিদ্র মানুষের আয় বেড়েছে বলে মনে করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ‘মিটিং এশিয়াস ইনফ্রাস্ট্রাকচার নিডস’ প্রতিবেদন এডিবি পরিবহন অবকাঠামো কিভাবে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে এশিয়ায় এমন উদাহরণ দেখাতে গিয়ে বাংলাদেশ সম্পর্কে বলেছে যে, গ্রামীণ সড়ক উন্নয়নের ফলে এ দেশের কৃষি উৎপাদন ও গ্রামীণ দরিদ্র মানুষের আয় বেড়েছে, পরিবহন খরচ কমেছে এবং স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

লক্ষ্মীপুরে ২৭টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী যে সব প্রকল্প উদ্বোধন করেন সেগুলো হচ্ছে - চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিষদ ভবন, উপজেলা পরিষদ অডিটোরিয়াম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং প্রাণী হাসপাতাল।

নৌবহরে যুক্ত হলো ২টি ডুবোজাহাজ

চট্টগ্রাম নৌ-জেটিতে আনুষ্ঠানিকভাবে ‘নবযাত্রা’ এবং ‘জয়যাত্রা’ নামে দুটি ডুবোজাহাজকে কমিশনিং প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডুবোজাহাজ বহরে যোগ করার মধ্যদিয়ে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হলো। এ দুটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজ দুটি ৭৬ সে.মি. লম্বা এবং ৭ দশমিক ৬ মিটার প্রশস্ত এবং অত্যাধুনিক টর্পেডো ও মাইন সজ্জিত। এ দুটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৭ নটিক্যাল মাইল।

নতুন ৮টি বিদ্যুৎ কেন্দ্রর উদ্বোধন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১ হাজার ৩২৫ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎ কেন্দ্র ও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সুবিধা আজ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কেন্দ্রের মধ্যে রাষ্ট্রায়ত্ত ৩ কেন্দ্রের মধ্যে শাহজিবাজারে ৩৩০ মেগাওয়াট ও আশুগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটি নতুন। আর খুলনায় ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলে উন্নীত করা হয়েছে।

ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ

আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে। জনগণের কাছে সূলভমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপের ফলে ইন্টারনেট ব্যান্ডউইথের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সক্রিয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৭ লাখ।  

ফিরছে সোনালি আঁশের সুদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ৬ মার্চকে জাতীয় পাট দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এবারই দেশে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছে। বর্তমানে ১১৮ দেশে বহুমুখী পাটপণ্য রফতানি হচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি আগের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১২ শতাংশ। লক্ষ্যমাত্রা থেকে আয় বেশি হয়েছে ৫ শতাংশের মতো।  

জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ এর আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। গান পরিবেশন করে ওয়ারফেইজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন, শূন্য এবং স্পন্দন। নিজেদের গান ছাড়াও কনসার্টে ব্যান্ডদলগুলো গেয়ে শোনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো। কনসার্টের ফাঁকে ফাঁকে বড়পর্দায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের রঙিন সংস্করণও দেখানো হয়।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe