Joy Bangla Barta

April 16, 2017 | Issue 13

Joybangla Barta

ঢাকায় অনুষ্ঠিত হল ১৩৬তম আইপিইউ সম্মেলন

‘সকলের জন্য মর্যাদা ও কল্যাণ’ প্রতিপাদ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হল ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে ১২৬টি দেশ থেকে ৬০৭ জন এমপি, ৪৬ জন সংসদের স্পিকার, ৩৬ জন ডেপুটি স্পিকার এবং ১৯১ জন নারী এমপি অংশ নেন। সব ধরনের বৈষম্য নিরসনে আশু ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সম্বলিত ঢাকা ঘোষণা গ্রহণের মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।

বাংলা নতুন বছর ১৪২৪ বরণ

বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বছর ১৪২৪। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছিল পুরো দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশীদের নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় তিনি দৃঢ় আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং বাংলা নববর্ষে দেশের জনগণ সুন্দর জীবন পাবে।  

বাংলাদেশে ও ভারতের মধ্যে ২২ চুক্তি সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরে দু’দেশের মধ্যে ২২টি চুক্তি ও ১৪ টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকের পর এসব চুক্তিতে স্বাক্ষরিত হয়। তাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করেন। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে বলে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিস্তার পানি আসবেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দৃঢ়কণ্ঠে বলেছেন, তিস্তার পানি আসবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তিনি বেঁচে থাকতে দেশের স্বার্থবিরোধী কিছু হবে না। এদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই তিস্তা চুক্তি হবে। এ সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সদস্য, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী ও অটিস্টিকদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশরসহ বিশ্বের সকল অটিস্টিক ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’।

জঙ্গী দমনে আসছে নতুন বাহিনী ক্রাইসিস রেসপন্স টিম

বাংলাদেশে জঙ্গী ও সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসম্যান চার্লস ডাব্লিউ বুস্টানি জুনিয়র। জঙ্গী ও সন্ত্রাস দমনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো সক্ষমতা ও সফলতা অর্জন করেছে। উন্নত প্রযুক্তির ব্যবহার রপ্তকরা বিশেষায়িত বাহিনীগুলোর সদস্যদেরকে জঙ্গী দমনে পারদর্শী করে গড়ে তোলা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) নামে একটি কমান্ডো ইউনিট।

টেলিমেডিসিন সেবায় উপকৃত প্রত্যন্ত অঞ্চলের মানুষ

স্বাস্থ্যসেবায় টেলিমেডিসিন কার্যক্রম বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকার হাসপাতালে বসে বিশেষায়িত হাসপাতালের ডাক্তারসহ মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। স্বাস্থ্য বাতায়ন নামে একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হয়েছে। দেশের মানুষ বিনামূল্যে রাত দিন ২৪ ঘণ্টা ১৬২৬৩ নাম্বারে কল করে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

প্রবাসী কর্মীদের জন্য চালু হতে যাচ্ছে জীবন বীমা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী কর্মীদের নিরাপত্তার জন্য বীমা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসী কর্মীরা বীমা সুবিধা পেলে তাদের ও তাদের পরিবারের সদস্যদের একদিকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে আত্মসম্মান বৃদ্ধি পাবে। এছাড়া প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য, শিক্ষা ও আবাসন সবিধা প্রদানের উদ্দেশ্য পদক্ষেপ নেয়া হবে। বীমা চালুর ফলে প্রবাসী কর্মীদের জীবনের ঝুঁকি এবং তাদের পরিবারের দুঃখ দুর্দাশা দূর হবে।

বিপদে সহায় ‘৯৯৯’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরিচালিত ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছরের ১ অক্টোবর পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৯৯৯ কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। যে কোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে কল সেন্টার এজেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি বিভাগের কাছ থেকে এই সেবা পাওয়া যাচ্ছে। দেশের যে কেউ জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, পুলিশি সাহায্য, অ্যাম্বুল্যান্স সহায়তা পেতে পারে।

রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়াল মার্চে

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত রপ্তানি পরিসংখ্যানে দেখা যায় ২০১৬-১৭ অর্থবছরের মার্চ মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৩১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার বা ২৪ হাজার ৮৯৭ কোটি ৪১ লাখ টাকা যা এ সময়ের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১.৮৯ শতাংশ বেশি। সদ্যসমাপ্ত মাসে ৩০৫ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।  

বঙ্গবন্ধুর নামে নয়াদিল্লিতে সড়কের ফলক উন্মোচন

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রের একটি সড়কের নামকরণ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই সড়কের নামফলক উন্মোচন করেন। বঙ্গবন্ধুর নামে ভারতের রাজধানীর একটি সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।  

অটিজম বিষয়ক হু চ্যাম্পিয়ন হলেন সায়মা ওয়াজেদ

অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের অটিজম বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র চ্যাম্পিয়ন মনোনীত হয়েছেন। সংস্থাটি বিশ্ব অটিজম দিবসের প্রাক্কালে হু চ্যাম্পিয়ন হিসাবে সায়মা ওয়াজেদের নাম ঘোষণা দিয়ে বলেছে, তিনি জাতীয় নীতিমালা ও কৌশল প্রচারণার জন্য অঞ্চলের ১১টি সদস্য দেশের সাথে অ্যাডভোকেসিতে সহায়তা দেবেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe