পালিত হল ঐতিহাসিক মুজিবনগর দিবস
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করা হয়। দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসীকে সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
|
বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের বিকাশ অব্যাহত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত বিকশিত হবে। বেক্সিটের কারণে এ সম্পর্কে কোন পরিবর্তন হবে না। ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে বলেও উল্লেখ করেন তিনি।
|
বাংলাদেশ ভুটানের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসর্ডার সম্পর্কিত একটি সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ভুটান যান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পরে তাঁদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি বিষয়ক ৫টি দলিল স্বাক্ষরিত হয়। এরমধ্যে ৩টি সমঝোতা স্মারক এবং ২টি চুক্তি রয়েছে।
|
ক্রীড়াব্যক্তিত্বদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের শীর্ষ স্থানীয় ক্রীড়াবিদ, যারা বিগত ৬ মাসে আর্ন্তজাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন তাদের সংবর্ধনা দেন। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে ৩৩৯ জন ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তা যোগ দান করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সরকার দেশের খেলাধুলার মানোন্নয়নে প্রয়োজনীয় সব কিছুই করবে।
|
৮ বছরে কৃষি সহায়তা দেওয়া হয়েছে ৪০ হাজার ৩০০ কোটি টাকা
সরকার দেশের কৃষক ও কৃষিখাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার ফলেই কৃষিতে ব্যাপক সাফল্য এসেছে। বিগত ৮ বছরে ৪০ হাজার ৩০০ কোটি টাকার কৃষি সহায়তা প্রদান করা হয়। কৃষককে ভর্তুকি মূল্যে সার, বীজ, যন্ত্রপাতি এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কৃষি ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে বিনা জামানতে ঋণের ব্যবস্থা আছে। এছাড়াও দেশে প্রথমবারের মতো ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৩৯৭ জন কৃষক কৃষি উপকরণ কার্ড পেয়েছে।
|
পরবর্তী ফসল পর্যন্ত হাওর এলাকায় ত্রাণ
অসময়ের বন্যায় হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তী ফসল ওঠা পর্যন্ত প্রয়োজনীয় ত্রাণ বিতরণ ও কৃষকদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় ইতোমধ্যে ত্রান বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ১০০ দিনের জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে মাসে ৩০ কেজি চাল এবং নগদ ৫০০ টাকা দেয়া হবে।
|
প্রতি উপজেলায় হবে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র
প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনসহ মোট ১৩ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে সরকারি ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৬৭২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয় করা হবে। এপ্রিল ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
|
দেশের মানুষের গড় আয়ু এখন ৭১ দশমিক ৬ বছর
২০১৫ সালের গড় আয়ুর তথ্য হতে ২০১৬ সালের গড় আয়ুর তথ্যে উন্নতি হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ প্রতিবেদন থেকে জানা যায় যে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ৬ বছর বা ৭১ বছর ৭ মাসে উন্নীত হয়েছে। এরমধ্যে পুরুষের গড় আয়ু হয়েছে ৭০ দশমিক ৩ বছর বা ৭০ বছর ৪ মাস এবং নারীদের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ দশমিক ৯ বছর বা ৭২ বছর ১১ মাস। ২০১৫ সালে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭০ দশমিক ৯ বছর।
|
‘ডিজিটাল-আইল্যান্ড’হিসেবে মহেশখালীর যাত্রা শুরু
মহেশখালী দ্বীপকে প্রথম ডিজিটাল আইল্যান্ড গড়ে তোলার প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল দ্বীপ প্রকল্পে উচ্চগতির ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিভিন্ন সমাধানের ব্যবহার নিশ্চিত করা হয়। দ্বীপের ৩ লাখ বাসিন্দার জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো একটি উপকূলীয় দ্বীপে উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক স্থাপন করা ফলে দ্বীপটিতে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিসহ সব জনসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
|
শেরে বাংলার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদী নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল এ মহান নেতার মৃত্যু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
|
তৃণমূল নেতাদের সঙ্গে ২০মে প্রধানমন্ত্রীর বৈঠক
সংগঠনকে ঐক্যবদ্ধ করতে আগামী ২০ মে দেশের সকল জেলা-মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও জেলা ও মহানগর কমিটির দফতর, প্রচার ও তথ্য সম্পাদকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই মতবিনিময় সভায় শেখ হাসিনা আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূল নেতাদের বেশ কয়েক দফা নির্দেশনা দেবেন।
|
উদযাপিত হল কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কৃষক লীগের নেতৃবৃন্দরা। দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক লীগের পক্ষ থেকে ‘কৃষকের কন্ঠ’ নামে একটি ম্যাগাজিন বের করা হয়েছে।
|