Joy Bangla Barta

June 15, 2017 | Issue 18

Joybangla Barta

৬ দফা দিবস: জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রসঙ্গত, ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

‘প্রধানমন্ত্রীর সুইডেন সফরে সম্পর্ক ও ভাবমূর্তি বাড়বে বলে আশাবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সুইডেন সফরের ফলে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এজেন্ডা ২০৩০) অর্জনে পারস্পরিক সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগে অধিকতর গতিশীলতা আনয়ন, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, গ্লোবাল ডিল ইনিশিয়েটিভ এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ নিরোধসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরো গভীর ও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

জেন্ডার গ্যাপ সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে

বাংলাদেশ জেন্ডার গ্যাপ সূচকে দক্ষিণ এশিয়ার অন্য সকল দেশের তুলনায় শীর্ষ অবস্থানে রয়েছে। জেন্ডার বাজেট প্রতিবেদন ২০১৭-১৮ -এ এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ১ জুন বাংলাদেশের ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এই পুস্তক প্রকাশ করা হয়। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৪৩টি মন্ত্রণালয় বা বিভাগের জন্য পৃথক জেন্ডার বাজেট উপস্থাপন করা হয়। নতুন অর্থবছরে নারী উন্নয়নে ১ লাখ ১২ হাজার ১৯ কোটি টাকার জেন্ডার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

দুর্গতদের পাশে আছে সরকার

পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ। ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিকটন চাল জরুরি সহায়তা হিসেবে দেওয়া হবে। নিহতদের পরিবারকে ৩০ হাজার করে টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীরা সেখানে সার্বক্ষণিক কাজ করছে। পার্বত্য অঞ্চলে ৪৮৩টি মেডিকেল টিম কাজ করছে।

১ লাখ ৬৯ হাজার ৬৩৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে সরকার গত ৮ বছরে স্বচ্ছতার সঙ্গে ১ লাখ ৬৯ হাজার ৬৩৫ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছে এবং তাদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পুল ও প্যানেলভুক্ত ৪৬ হাজার ৫৪৩ জন শিক্ষককে জাতীয়করণ করা হয়েছে। এ ছাড়া ২৬ হাজার ১৯৩ রেজিস্টার্ড বিদ্যালয় শিক্ষক জাতীয়করণ করার পাশাপাশি প্রধান শিক্ষকের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

দেশেই তৈরি হচ্ছে চাহিদার ৯৮ শতাংশ ওষুধ

বর্তমানে দেশে মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। সরকারের আন্তরিকতা ও উদারনীতির ফলে ওষুধশিল্প অন্যতম শিল্পে পরিণত হয়েছে। দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি গাইডলাইন অনুসরণ না করা এবং ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ৮৬টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক এবং ১৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

দ্রুত কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার

রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগের বাধাসমূহ অপসারণে সরকারী উদ্যোগ, সুদের নিম্নগতি প্রভৃতি কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। ব্যক্তি খাতের বিনিয়োগে গতিশীলতা তৈরির ফলে কর্মসংস্থান বাড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৬ জারি করা হয়েছে। প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে কর্মসংস্থান ও বিনিয়োগে। প্রস্তাবিত বাজেটে আত্ম-কর্মসংস্থানের দিকেও গুরুত্ব দিয়েছে সরকার।

ওআইসিভুক্ত দেশে পোশাক রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ

ইসলামী দেশেগুলোর মধ্যে পারস্পারিক সহায়তার জোট ওআইসিভুক্ত দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সম্প্রতি জরিপ ভিত্তিক প্রতিষ্ঠান থমসন রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্টেট অব দ্যা গ্লোবাল ইসলামিক ইকোনোমিক রিপোর্ট ২০১৬-১৭ শিরোনামের ওই প্রতিবেদনে দেখা গেছে ২০১৫ সালে বাংলাদেশ ওআইসিভুক্ত দেশগুলোতে ১৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

২০১৬ সালে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে ৪ শতাংশ

বিশ্বব্যাপী মন্দাভাব দেখা দিলেও ২০১৬ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়েছে সাড়ে ৪ শতাংশ। ২০১৫ সালের তুলনায় ওই সময়ে ৯৭ কোটি ৩৩ লাখ ডলার বিনিয়োগ বেড়েছে; যেখানে বিশ্বব্যাপী ২০১৬ সালে বিদেশি বিনিয়োগ কমেছে ২ শতাংশ। অন্যদিকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমেছে ১৫ শতাংশ। সম্প্রতি আঙ্কটাডের ওই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

জুনেই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। এই জুন মাসে পিলারের ওপর বসানো হবে স্প্যান আর তখনই দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কার্যক্রম। দ্বিস্তর বিশিষ্ট পদ্মা সেতুর স্প্যানের ওপর বসানোর জন্য স্ল্যাব নির্মাণের কাজ গত দুই সপ্তাহ আগে শুরু হয়েছে। মোট তিন হাজার স্ল্যাব বসানো হবে। এই স্ল্যাবের ওপর বিটুমিন দেওয়া হবে। এটির ওপর দিয়েই যানবাহন চলাচল করবে।  

রেলওয়েতে বাস্তবায়িত হচ্ছে ৯৭.৬ হাজার কোটি টাকার প্রকল্প

রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, নির্ভরযোগ্য ও যাত্রী সেবামূলক গণপরিবহণ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে ৯৭ হাজার ৬২৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ৫৩টি (বিনিয়োগ প্রকল্প ৪৬টি, কারিগরি সহায়তা প্রকল্প ৭টি) প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের অনুকূলে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৯ হাজার ২৭৮ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।  

পালিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবম কারামুক্তি দিবস

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নবম কারামুক্তি দিবস পালিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ই জুলাই গ্রেপ্তার হন তিনি। প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ই জুন কারাগার থেকে মুক্তি পান তিনি। কারামুক্তি দিবস উপলক্ষে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

অধিকাংশ জনগণের সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনায়

বাংলাদেশের অধিকাংশ জনগণ এখনো বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ও রিসার্চ ডেভলপমেন্ট সেন্টার (আরডিসি)২০১৭ সালের প্রথমার্ধে চালানো এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরো বলা হয়, দেশের অধিকাংশ মানুষ তাদের জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট এবং সার্বিক উন্নয়নের বিষয়ে আশাবাদী। প্রতিবেদনে জানানো হয়, বিএনপির তুলনায় আওয়ামী লীগের প্রতি জন সমর্থন বেশি।  

যুক্তরাজ্যের পার্লামেন্টে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশী তিনকন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনঃনির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe