মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করতেই ১৫ আগস্টের হত্যাকাণ্ডঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো তাকে ভুলুন্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটনো হয় - জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের জন্য ১৫ আগষ্ট ছিলো সবচেয়ে কালো অধ্যায়। সেদিন বাংলাদেশ হারিয়েছিলো তাঁর সকল সম্ভাবনাকে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের একটাই চেষ্টা, যে স্বপ্ন, আকাঙ্খা ও পরিকল্পনা নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, সেই লক্ষটা বাস্তবায়ণ করা।
|
রেমিটেন্সে সুখবর নিয়ে শুরু অর্থবছর
অর্থবছরের প্রথম মাসে ১১১ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই মাসের চেয়ে ১১ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১১১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার (১.১১ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
|
অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি সাড়ে ২৬ শতাংশ
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের অর্থবছরের একই মাসের তুলনায় রপ্তানি বেড়েছে। গত মাসে মোট ৩২০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই মাসে রপ্তানি হয়েছিল ২৫৩ কোটি ৪৩ লাখ ডলার। সে হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কৃষি ও কৃষিজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, হিমায়িত খাদ্য পণ্যসহ রপ্তানি তালিকার বিভিন্ন পণ্যের রপ্তানির প্রবৃদ্ধি হওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রাও পূরণ হয়েছে।
|
বদলে গেছে বিলুপ্ত ছিটমহলের জীবনচিত্র
দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনা অবসানের মাত্র ২ বছরে বদলে গেছে বিলুপ্ত ছিটমহলের মানুষের জীবনচিত্র। বিলুপ্ত ছিটমতগুলোতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। এগুলোতে ১০৫ দশমিক ২৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ১৯৩ মিটার ব্রিজ, ১০ দশমিক ৫ কিলোমিটার খাল খনন, ১১টি বাজারের শেড স্থাপন, ৭টি মসজিদ ও ৫টি মন্দির নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ৫টি কমিউনিটি ক্লিনিক এবং শিক্ষার উন্নয়নে জেলা প্রশাসন ৫টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে। এছাড়াও নানামুখী সুবিধা পেয়ে দারুণ খুশি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।
|
সাড়ে ৮ বছরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে অবকাঠামো নির্মাণে ব্যাপক কার্যক্রম গ্রহন করে। এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে এবং নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে ৭ হাজার ৮৫১টি একাডেমিক ভবন নির্মান করা হয়েছে এবং আরো ১ হাজার ৫১টি ভবনের নির্মান কাজ চলছে। এছাড়াও ৪ হাজার ৬৪০ কোটি টাকা ব্যয়ে ৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প শুরু হবে। ইতোমধ্যে প্রায় এক হাজার ৫০০ কলেজ ভবন নির্মাণ করা হয়েছে। গত সাড়ে ৮ বছরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই গুণ বেড়েছে।
|
ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও ট্র্যাক সংগ্রহের চুক্তি
প্রায় ৪ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও রেল ট্র্যাক সংগ্রহে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় রেল কোচ ও রেল ট্র্যাক ছাড়াও রোলিং স্টক, ট্রেন সিমুলেটর, ডিপোর যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম এবং মেট্রোরেল বাস্তবায়ন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
|
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৫৬১৬ কোটি টাকার প্রকল্প
বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি টাকার নতুন একটি প্রকল্প নিয়েছে সরকার। শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বাস্তবায়ন করবে। তবে দ্বৈততা ও পুনরাবৃত্তি পরিহার এবং সমন্বয় সাধনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড পরামর্শক হিসেবে কাজ করবে। প্রক্লপটি ২০১৭ সালের জুলাই মাসে থেকে ২০২০ সালের জুন মাসের মধ্যে সরকার নিজের টাকায় বাস্তবায়ন করবে।
|
সুন্দরবনের নিরাপত্তায় চালু হচ্ছে ‘স্মার্ট প্যাট্রোল’
আগামী মাস থেকে সুন্দরবনের নিরাপত্তায় শুরু হচ্ছে বিশেষ টহল কার্যক্রম ‘স্মার্ট প্যাট্রোল’। এর মাধ্যমে সুন্দরবনে কার্যকরী টহল নিশ্চিত হচ্ছে কিনা তা জানা যাবে। প্রতিটি ‘স্মার্ট প্যাট্রোল’ গ্রুপে ৮ জন করে বনরক্ষী দায়িত্ব পালন করবেন। এক একটি গ্রুপে ৩ টি করে নৌযান থাকবে। টহল গ্রুপের সঙ্গে থাকবে গ্লোবাল পজিসনিং সিস্টেম (জিপিএস) এবং সাইবার ট্র্যাকার। জিপিএস ও সাইবার ট্র্যাকারে তাদের টহলকালীন সকল কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষিত থাকবে।
|
ছয় মাসে মোবাইল ব্যবহারকারী বেড়েছে ৯৬ লাখ: বিটিআরসি
চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইলের গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৬ লাখ। গত জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
|
সরকারের উন্নয়ন অবদান নিয়ে সেপ্টেম্বর মাসব্যাপী সেমিনার
সরকারের উন্নয়ন ও শেখ হাসিনার জীবন সংগ্রামসহ বিভিন্ন বিষয়ে সেপ্টেম্বরে মাসব্যাপী সেমিনার করার উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সেল। সরকারের উন্নয়ন ও দেশের জন্য দলের অবদান নিয়ে কয়েকটি সেমিনার হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও তার অর্জনের উপরও সেমিনার হবে। এছাড়াও জনগণের সামনে সকল উন্নয়ন তুলে ধরতে ভবিষ্যতে সোশাল মিডিয়ার ব্যবহৃর বাড়ানো হবে।
|
প্রধানমন্ত্রীর পাঠানো চকলেট রেখে দিয়েছে মুক্তামনি
বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। মুক্তামনির অস্ত্রোপচার করেন ত্রিশ জনের একটি চিকিৎসক দল। অস্ত্রোপচারের আগের দিন মুক্তামনির জন্য চকলেট পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে মুক্তামনি বলে, “শেখ হাসিনা আমারে চকলেট দিছে, সেটা আমি দেখবো, সবাইকে দেখাবো যে প্রধানমন্ত্রী আমার জন্য চকোলেট পাঠাইছে।” অপারেশনের পর মুক্তামনি ভালো আছে। তাকে এখন আইসিইউতে রাখা হয়েছে।
|