Joy Bangla Barta

September 17, 2017 | Issue 24

Joybangla Barta

দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হলো বাংলাদেশঃ ইন্টারনেট হবে দ্রুতগতির, সস্তা

মানুষকে তুলনামূলক কম খরচে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা দিতে পটুয়াখালীর কলাপাড়ায় চালু হল বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কলাপাড়া উপজেলার গোড়া আমখোলাপাড়ায় এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবাইট (জিবি) গতির ইন্টারনেট পাবে বাংলাদেশ। দ্বিতীয় ল্যান্ডিং স্টেশন হওয়ায় এখন একটি স্টেশনে সমস্যা হলে আরেকটি দিয়ে কাজ চালানো যাবে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক, যেখানে এই বিশ্ব সংস্থার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে তার বক্তব্য তুলে ধরবেন। মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলো তুলে ধরে তা নিরসনে বাংলাদেশের প্রস্তাব তিনি সেখানে বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করবেন।

ওজোনস্তর রক্ষায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে ইউএনডিপি

বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ইউএনডিপির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কয়কো ইয়োকসু মন্ট্রিয়ল প্রটোকলের সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডায় ওজোনস্তর রক্ষায় মন্ট্রিয়ল প্রটোকল গৃহীত হয়। প্রটোকল বাস্তবায়নে দেশগুলো অনেক দূর এগিয়ে গেছে। এক্ষেত্রে বাংলাদেশের সাফল্যও কম নয়। সভায় ওজোনস্তর রক্ষায় সরকারের সাথে সাথে অন্যদের এগিয়ে আসতে আহবান জানান হয়।

পৌরসভা উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) নগর প্রশাসন শক্তিশালী করন, অবকাঠামোগত উন্নয়ন এবং দেশব্যাপী পৌরসভাগুলোতে সেবার মান উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার দেবে। নগরীর সড়ক উন্নয়ন, যানবাহন ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন এবং টেকসই পরিবেশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই ঋণ সহায়তা। ‘থার্ড আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (ইউজিআইআইপি-৩) ’ শীর্ষক এ প্রকল্পটি ৩৫টি পৌরসভায় অর্থ বিনিয়োগ করবে।

রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে মানবিক বাংলাদেশ

মায়ানমারে সংঘটিত নির্যাতনের পরিপ্রেক্ষিতে কয়েক লক্ষ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আশ্রিত রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণার্থী শিবির পরিদর্শন করে ত্রান সহায়তা দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় সংসদ সদস্যরা, সমস্ত প্রতিনিধিরা, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের বর্ডার গার্ড থেকে শুরু করে সকলেই এদের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন।

রাজশাহীতে ৬টি প্রকল্প উদ্বোধন ও ১৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭শ’ কোটি টাকা ব্যয়সম্বলিত ৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং অপর ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে পবা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়ন, ৬ তলা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বাগমারা উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণ। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কসহ ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

তৈরি হচ্ছে ১৫০০ নতুন কমিউনিটি ক্লিনিক ভবন

কমিউনিটি বেজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ব্যবস্থা শক্তিশালী করতে নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও মেরামত করা, জনবল স্থায়ীকরণ ও নতুন নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব কমিউনিটি ক্লিনিকে অন্তঃসত্ত্বাদের জন্য স্বাভাবিক ডেলিভারির ব্যবস্থা সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। কমিউনিটি ক্লিনিক বর্তমানে দেশের স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে বর্তমানে সারাদেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে।

প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প

দেশের প্রত্যেক উপজেলায় মসজিদ-মন্দিরসহ সামাজিক, ধর্মীয় এবং খেলাধুলা বিষয়ক অবকাঠামো উন্নয়ন করবে সরকার। এ লক্ষ্যে ৬৬৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় সার্বজনীন সামাজিক অবকাঠামো যেমন - কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদুয়ারা, ঈদগাহ, খেলার মাঠের উন্নয়ন করা হবে।

বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ ১০৫ কোটি টাকা

সাম্প্রতিক বন্যায় দেশের ৩৫টি জেলার চরম ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা জন্য সরকার ১০৫ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করেছে। বন্যাদুর্গত মানুষের মাঝে চাল, শুকনা খাবার বিতরণ এবং নগদ সহায়তা প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় পানিবাহিত রোগ ও জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২ হাজার ৯১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। সরকার বন্যায় ক্ষতিগস্ত হওয়া মানুষের বাড়ি-ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থবছরের প্রথম ২ মাসে রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি ১৪ শতাংশ

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের থেকে প্রায় ১৪ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল তাও ছাড়িয়েছে। গত দুই মাসে মোট ৬৬২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির হয়েছিল ৫৮২ কোটি ২৯ লাখ ডলার। সে হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। গত জুলাই ও আগস্ট মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার  চেয়ে সাত দশমিক ৯৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।  

আগস্টে বেড়েছে রেমিটেন্স প্রবাহ

চলতি বছরের আগস্ট মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এ মাসে ১,৪১৮.৫৮ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স দেশে এসেছে। ২০১৬ সালের জুন মাসের পর এটি সবোর্চ্চ রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করতে পদক্ষেপ গ্রহণ করায় সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। সাম্প্রতিক রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পযার্য়ক্রমে রেমিটেন্স বাড়ার ইঙ্গিত বহন করছে। এ বছরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।  

টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সাধারণ রোগীর মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে টিকিট নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। দেড় বছর আগেও এ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। উল্লেখ্য মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ২০১৩ সালে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।  

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe