Joy Bangla Barta

October 25, 2017 | Issue 25

Joybangla Barta

রোহিঙ্গা সমস্যার দ্রুত ও স্থায়ী সমধান করতে হবেঃ জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রাখাইনে জাতিধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। ভাষণের একপর্যায়ে তাঁর নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রসংগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বন্যা এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে। এসময় তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জন সম্পর্কে সকলকে অবিহিত করেন।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করল ইউএনডিপি

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ব্যুরো অব পলিসি অ্যান্ড প্রোগ্রাম সাপোর্ট-এর সহকারী প্রশাসক ও পরিচালক ম্যাজি মার্টিনেজ সোলিম্যান সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। সোলিম্যান বরেন, বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে এবং দেশটির সরকারি খাতে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাম্প্রাতিক বছরগুলোতে দেশটি বেশি প্রবৃদ্ধি অর্জন করছে।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ১০ ক্ষেত্রে ব্যাপক সংস্কার চলছে

দেশে অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিনিয়োগের সঙ্গে সরাসরি সম্পর্কিত ১০টি সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে। দেশে বিনিয়োগ সহায়ক একটি ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। এতে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে উদ্যোক্তারা অনলাইনে আবেদন থেকেই প্রয়োজনীয় সব সেবা পাবেন। এছাড়া বাংলাদেশ ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিশ্বব্যাপী প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

আত্মকর্মসংস্থানে ২ মাসে ২৭৩ কোটি টাকার ঋণ

প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মধ্যে বর্তমান অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ আগস্ট পর্যন্ত বিতরণসহ পুঞ্জিভূত ২৭৩ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। দেশের প্রশিক্ষিত যুব সম্প্রদায় যাতে কর্মসংস্থান ব্যাংক থেকে অধিকহারে ঋণ সুবিধা পেতে পারে সেজন্য যুব উন্নয়ন অধিদপ্তর হতে জেলা- উপজেলা পর্যায়ে অব্যাহতভাবে যোগাযোগ রাখা হচ্ছে।

৭০ হাজার উদ্যোক্তা তৈরি করবে এসএমই ফাউন্ডেশন

কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রায় ৭০ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) তৈরি করবে এসএমই ফাউন্ডেশন। দেশের প্রান্তিক ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রতিষ্ঠানটি এরই মধ্যে সারা দেশকে ১৭৭টি ক্লাস্টারে ভাগ করে উন্নয়ন পরিকল্পনা শুরু করেছে। এসব ক্লাস্টারে তৈরি হবে ৬৯ হাজার ৯০২ নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এতে উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ১৯ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে সুবিধা পাবে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ৩০ যুব সংগঠন

সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এ বছর জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ লাভ করল ৩০ টি যুব সংগঠন। এদের মধ্যে থেকে শীর্ষ ১০ সংগঠনকে নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ সংগঠন প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন। এই আয়োজনের শুরু থেকে ‘আশাতীত’ সাড়া পায় আয়জক ইয়ং বাংলা। দেশের বিভিন্ন স্থান থেকে ১৩০০ প্রতিষ্ঠানের আবেদন আসে।

'৯৯৯' -এর আনুষ্ঠানিক যাত্রা শুরু নভেম্বরে

‘৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পাওয়ার সেবা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে। বাংলাদেশে এসব জরুরি সেবা পৃথক ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। এখন সবগুলো ইউনিট এক জায়গায় এনে ৯৯৯ নম্বর থেকে জরুরি সেবা পাওয়া নিশ্চিত করা হলো। এখন যে কেউ অ্যাম্বুলেন্স, পুলিশি সেবা ও আগুন নিয়ন্ত্রণের সেবা পেতে চাইলে ৯৯৯-এ কল করে সুবিধা নিতে পারবেন। 

ডিসেম্বরে আসছে ফোর জি

আগামী ডিসেম্বর থেকে দেশের টেলিযোগাযোগে চতুর্থ প্রজন্মের (ফোর জি) সেবা চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরঙ্গ নিলাম এবং ফোর জি লাইসেন্সিং গাইডলাইন অনুমোদন দিয়েছেন। গাইডলাইন অনুযায়ী ২১০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ এবং ৯০০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম হবে। এই নিলামে যে অপারেটররা আছেন তারা অংশ নিতে পারবেন। ফোর জি সেবায় নতুন অপারেটর আসার সুযোগও রাখা হয়েছে।

পেপলের কার্যক্রম শুরু

অনলাইন পেমেন্ট সিস্টেম পেপল বাংলাদেশে চালু হয়েছে। এখন থেকে ফ্রিল্যান্স রেমিটেন্স উপার্জনকারীরা বিদেশ থেকে ৪০ মিনিটের মধ্যে তাদের পেমেন্ট গ্রহণ করতে পারবেন। রেমিটেন্সের পরিমাণ এক হাজার মার্কিন ডলারের বেশি হলে ফ্রিল্যান্সাররা বিনা মূল্যে এই সেবাটি ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ পেপলের কার্যক্রমের উদ্বোধন করেন। এই সেবার মাধ্যমে প্রবাসীরাও বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠানোর সুবিধা পাবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের এক সভা গত ১৪ই অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলীয় কার্যক্রম ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যগন এ সভায় উপস্থিত ছিলেন।  

পালিত হল জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এদিন রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য ১৯৬৯ সালের ১২ই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক লীগ’ গঠন করেন।  

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe