Joy Bangla Barta

Dec 03, 2017 | Issue 27

Joybangla Barta

৭ মার্চের ভাষণ নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাতির পিতার ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দ্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মর্ম কথা সম্পর্কে সচেতন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যায় এবং ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে তার উদ্যোগ নিতে হবে। সমাবেশে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিক ব্যক্তিবর্গ, ক্রিড়াবিদ এবং শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা সই হয়েছে। সমঝোতা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে। এছাড়া আগামী তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা সই হয়।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সেনাসদস্যদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশবাসীর সঙ্গে মিলে কাজ করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা হবে। জনগণের কল্যাণে সশস্ত্রবাহিনীর সদস্যদের তাদের পাশে দাঁড়াতে হবে।’ এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি

দক্ষিণ এশীয় অঞ্চলের উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। “সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন ঢাকা-নর্থওয়েস্ট করিডোর (সাসেক)” শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১ম কিস্তির কার্য়ক্রম বাস্তবায়নে এ ঋণ দিচ্ছে দাতা সংস্থাটি। এ অর্থ দিয়ে সাসেক প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেইনে উন্নীত করণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৭.২৮%,মাথাপিছু আয় ১৬১০ ডলার

পরিসংখ্যান বিভাগের চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৮ শতাংশ; মাথাপিছু আয় একহাজার ৬০২ ডলার থেকে বেড়ে একহাজার ৬১০ ডলার হয়েছে। গত অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৮৬ কোটি ডলার বা প্রায় ২০ লাখ ৮৭ হাজার ৫৮০ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১১ শতাংশ; মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার।

পোশাক খাত থেকে আয় ২৮ হাজার মিলিয়ন ডলার

গার্মেন্টস পণ্য রফতানি করে ২০১৬-১৭ অর্থবছরে ২৮ হাজার ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ পোশাক শিল্প অর্থনীতির অন্যতম প্রধান খাত। দেশের মোট রফতানি আয়ের শতকরা ৮২ ভাগ আসে এই খাত থেকে। সরকার ভবিষ্যতে তৈরি পোশাকের রফতানি বৃদ্ধিকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তৈরি পোশাক রফতানির বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে সরকার নতুন বাজার অনুসন্ধানের কার্যক্রম শুরু করেছে।

২৩০ কোটি ডলার বিনিয়োগে চীনা কোম্পানির চুক্তি

অর্থনৈতিক অঞ্চলে ২৩০ কোটি ডলার বিনিয়োগ করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে চীনের  ইস্পাত প্রতিষ্ঠান ইউনান ইয়ংগল ওভারসিজ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডে। ইস্পাত কারখানা ও পাওয়ার প্ল্যান্ট প্রভৃতি খাতে বিনিয়োগ করতে আগ্রহী ইউনান ইয়ংগল ওভারসিজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে ইস্পাত উৎপাদন মেশিনারির জন্য বিদেশনির্ভরতা কমে আসবে। এছাড়াও প্রকল্পে ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নৌ মহড়া

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী সম্মেলন ও আন্তর্জাতিক সমুদ্র মহড়া। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ২৮ যুদ্ধ জাহাজ ও ২টি এয়ার পেট্রোল এয়ারক্রাফট অংশ নেয়। এ মহড়ায় অংশ নেয়া ৩২ দেশের মধ্যে ২৩টি সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, উর্ধতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞরা অংশ নেন।

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন দুই নারী পাইলট

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিমানবাহিনীর দুজন মহিলা বৈমানিক নাইমা হক ও তামান্ন-ই-লুতফী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করতে যাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনী ১৯৯৩ সালে বসনিয়া হার্জেগোভিনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কার্যক্রম শুরু করে। এরপর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর ৬ হাজার ৪৩০ জন সদস্য কুয়েত, পূর্ব তিমুর, আইভরি কোস্ট, কঙ্গো, মালি, চাদ, সুদান এবং হাইতিসহ বিভিন্ন সংঘাতময় দেশে শান্তিরক্ষা মিশন সফলভাবে সম্পন্ন করেছে।

আইটি খাতে রফতানি ৮০ কোটি ডলার

দেশের তথ্যপ্রযুক্তি খাতের রফতানি আয় ৮০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। ২০০৯ সালে যখন শেখ হাসিনার সরকার যাত্রা শুরু করে, তখন আইটি এক্সপোর্ট ছিল ২৬ মিলিয়ন ডলার। এখন তা বেড়ে হয়েছে ৮০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি রফতানি কারক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য কাজ করে যাচ্ছে সরকার। এ খাত থেকে আগামী ২০২১ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।  

২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট

দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সহজলভ্য করতে চেষ্টা করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। দেশের সব ইউনিয়নকে সংযুক্ত করতে ইনফো-৩ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, গৃহীত হয়েছে ‘স্টাবলিশিং ডিজিটাল কানেকটিভি’ প্রকল্প। দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করতে ‘কানেক্ট বাংলাদেশ’ প্রকল্প হাতে নেয়া হয়েছে।  

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ এ্যাওয়ার্ড পেলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ করেছে যুক্তরাজ্যে গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে কাজ করা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। গত ১৫ নভেম্বর এক অনুষ্ঠানে হাউজ অফ কমেন্সের স্পিকারের কাছ থেকে টিউলিপ এই সম্মানসূচক পুরষ্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পুনর্নির্বাচিত হন।  

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe