শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কদের নেতাকর্মীদের সঙ্গে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরেরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এরপর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।
|
ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় যুক্ত হল শীতলপাটি
ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটির বয়নশিল্প। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় জাদুঘর শীতলপাটির বয়ন পদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য ইউনেস্কোর কমিটির কাছে প্রস্তাব উত্থাপন করেছিল। এর আগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, বাংলার বাউল সংগীত এবং ঐতিহ্যবাহী জামদানী বুনন পদ্ধতি ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। |
কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়ার সঙ্গে ১০টি সমঝোতা স্মারক এবং একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন। বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে এই স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
|
নিজের মেধা ও ক্ষমতার ওপর আস্থা রাখুনঃ নারীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোকেয়া দিবস ও রোকেয়া পদক-২০১৭ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব মেধা শক্তি এবং ক্ষমতার ওপর আস্থা রাখার জন্য দেশের নারী সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘আমরা চাই দেশের সকল নারী-পুরুষ দেশকে উন্নত-সমৃদ্ধ করে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করবে। মেয়েদেরকেও সবসময় এটা ভাবতে হবে, যার যে মেধা যার যে শক্তি সে যেন সেটাকে বিকশিত করে।’
|
ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ: পোপ
বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিশ্বের জন্য অনন্য নজির হিসেবে তুলে ধরেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজে যাজক ও ধর্মীয় নেতাদের উদ্দেশে বক্তৃতায় বাংলাদেশের প্রশংসা ঝরে তার কণ্ঠে। বঙ্গভবনে এক অনুষ্ঠানে বক্তৃতায় মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে পোপ বিশ্ববাসীকে এই সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
|
ওয়েবসাইটে মিলবে মুক্তিযোদ্ধাদের সব তথ্য
মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সব তথ্য এখন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.molwa.gov.bd পাওয়া যাবে। এখন বিশ্বের যে কোনও প্রান্ত হতে মুক্তিযোদ্ধাদের বিষয়ে তথ্য জানা ও দেখা যাবে। আর কষ্ট করে মন্ত্রণালয়ে যেতে হবে না। জীবিত সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক সংকলন করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। |
আয়কর রিটার্ন বেড়েছে ৩৬ শতাংশ
সারাদেশে এবার প্রায় ১৫ লাখ ৫৭ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। আয়কর আহরণ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। করদাতাদের সম্মানিত করতে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান ও ‘করবাহাদুর পরিবার’ স্বীকৃতি দিয়েছে এনবিআর। এতে করদাতারা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হচ্ছেন। এখানে উল্লেখ্য, সরকারী-বেসরকারী বিভিন্ন কাজকর্মে টিআইএন নম্বর দরকার হওয়ায় দেশে দ্রুত করদাতার সংখা বাড়ছে।
|
১৬ লাখ প্রতিবন্ধীকে সমাজের মূল ধারায় নিয়ে আসতে কাজ করছে সরকার
দেশের ১৬ লাখ প্রতিবন্ধীকে সমাজের মূলধারায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমানে প্রতিবন্ধীদের জন্য ১০০টি সেবা কেন্দ্র আছে। আরও ৪০টি গড়ে তোলা হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য মাঠের ব্যবস্থা করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সফল প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের পক্ষ থেকে স্মার্ট হুইল চেয়ার, স্মার্ট ট্রাই সাইকেল এবং স্মার্ট টকিং ডিভাইস প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
|
৪ নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং শতভাগ বিদ্যুতায়িত ১০ উপজেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন এবং ১০টি শতভাগ বিদ্যুতায়িত উপজেলার ঘোষণা দিয়েছেন। প্রথম বারের মত ২টি সোলার কেন্দ্রর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। নতুন বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে -শিকলবাহা ২২৫ মে.ও. পাওয়ার প্লান্ট, চাপাইনবাবগঞ্জ ১০০ মে. ও. পাওয়ার প্লান্ট, শাল্লা ৪০০ কি. ও. সোলার প্লান্ট এবং সরিষাবাড়ি ৩ মে.ও. সোলার প্লান্ট। শতভাগ বিদ্যুতায়িত ১০টি উপজেলা হচ্ছে -ফরিদপুর সদর, রাজৌর, নওগাঁ সদর, কামারখন্দ, আখাউড়া, ব্রাক্ষণবাড়িয়া সদর, শালিখা, মেহেরপুর সদর, মদন ও বেলাবো।
|
‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি’ পার্কের উদ্বোধন
প্রধানমন্ত্রী যশোরে নির্মিত ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি’ পার্কের উদ্বোধন করেছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইসিটি শিল্পের বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কে ১৫ তলা মাল্টি-টেন্যান্ট বিল্ডিং (এমটিবি), আন্তর্জাতিক মানের ১২ তলা ডরমিটরি, ক্যান্টিন ও এ্যাম্ফিথিয়েটার, পাওয়ার সাব-স্টেশন, অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিস রয়েছে। এই পার্কে প্রায় ৫ হাজার লোকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
|
চালু হল দুই টাকার হিসাব ‘ডাক টাকা’
মাত্র দুই টাকায় অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে ‘ডাক টাকা’ নামে নতুন একটি সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ব্যাংকিং সেবার বাইরে থাকা দেশের প্রায় ৩ কোটি মানুষকে আগামী এক বছরে এ সেবার আওতায় নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ‘ডাক টাকা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এই সেবায় খুব সহজেই অ্যাকাউন্ট খুলে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়া যাবে।
|
প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের নাগরিকেরা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়রের বাসায় যান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী এরপর মরহুম আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথাবার্তা বলেন। এদিকে মেয়র আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের শোক পালন করছেন।
|