বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
|
২০১৭ সালে অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি
স্থিতিশীলতার পটভূমিতে সূচিত অর্থনৈতিক অগ্রযাত্রা ২০১৭ সালেও অব্যাহত ছিল। এই সময়ে প্রায় সব অর্থনৈতিক সূচকের ইতিবাচক ধারার সুবাদে বাংলাদেশ বৈশ্বিক প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। প্রবৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ ছাড়িয়ে ৭.২৮ শতাংশ অর্জন সম্ভব হয়। মাথাপিছু আয় ২০১৬-এর ১৪৬৫ ডলার থেকে বেড়ে ১৬১০ ডলারে উন্নীত হয়েছে। কৃষিখাতে বাংলাদেশের প্রবৃদ্ধি ধারণার চেয়েও বেশি ছিলো। অধিকাংশ ক্ষুদ্র অর্থনৈতিক সূচক এবং বিদেশী বিনিয়োগ ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে।
|
মেগা প্রকল্প বাস্তবায়নে গতি
বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশ্বে অবকাঠামো উন্নয়ন সূচকে এগিয়ে চলছে বাংলাদেশ। সরকার ১০ টি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাকভুক্ত করে। এসব প্রকল্পে কোনো ধরনের সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গে যাতে সমাধান করা যায়, সে জন্য গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের কমিটি। এসব প্রকল্পে টাকার যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে সার্বক্ষণিক সরকারের মনোযোগ রয়েছে। বেশির ভাগ প্রকল্পই সঠিক পথে রয়েছে।
|
১২.৪১ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্প্রসারণসহ মোট ১৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ৪১৫ কোটি ৭৯ লাখ টাকা। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩২৫০টি বেসরকারি বিদ্যালয় ভবন সম্প্রসারণসহ প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে। আইসিটিকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করার লক্ষ্যে ‘শিক্ষার জন্য ১৬০ টি উপোজলায় আইসিটি ও রিসোর্স সেন্টার স্থাপন-২য় পর্যায়’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
|
নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে বিশ্বব্যাংকের ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের চুক্তি
বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে বিশ্ব ব্যাংক ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। এ ব্যাপারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী চলমান নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় অর্থ বরাদ্দের ফলে ৯০ লাখ অতি দরিদ্র পরিবার লাভবান হবে। এটি দেশের কয়েকটি বৃহৎ নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যক্রম উন্নয়নেও সাহায্য করবে।
|
কানাডীয় বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার বিনোইট প্রিফানটেইন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা দিতে চায়। তাই আমরা বাংলাদেশে কানাডার বিনিয়োগকারীদের ব্যাপক আকারে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বিনোইট প্রিফানটেইন বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে কানাডা কাজ করে যাবে। বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে কানাডা খুবই আশাবাদী।
|
মাতৃভাষায় বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা
প্রাক-প্রাথমিকের পর এবার প্রথম শ্রেণিতে মাতৃভাষায় বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। এ বছর চাকমা ভাষায় ১০ হাজার ৬৫৩, মারমা ভাষায় ৩ হাজার ১০৮ ও ত্রিপুরা ভাষার জন্য ৭শত ৭০ জন শিক্ষার্থীকে মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের বই দেওয়া হয়েছে। আর প্রথম শ্রেণির জন্য চাকমা ভাষায় ৭ হাজার ৩৮৫, মারমা ভাষায় ১ আটশত ৯৩, ত্রিপুরা ভাষার জন্য ৬ শটি বই পেয়েছে শিক্ষার্থীরা। এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই পৌঁছে দেওয়া হয়।
|
৩ হাজার প্রতিবন্ধীকে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি এবং কর্সংস্থানের মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরে ৩ হাজার প্রতিবন্ধীকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিবন্ধীতা নিয়ে জীবনযাপন করছে, তাদের মধ্য যেন কোনও প্রকার বৈষম্য তৈরি না করে সেজন্য কাজ করছে আইসিটি ডিভিশন। ইতিমধ্যে প্রতিবন্ধীর তথ্য সম্বলিত বিশাল ডাটাবেজ প্রস্তুত করেছে সরকার।
|
৯ বছরে জাতীয় গ্রিডে ১১,১০৪ মেগাওয়াট বিদ্যুৎ
গত ৯ বছরে জাতীয় গ্রিডে ১১ হাজার ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার ৪৬ মেগাওয়াটে পৌঁছেছে এবং বর্তমানে দেশের ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাওয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত নগরায়ন ও শিল্পায়ন ঘটেছে। ২০০৯ সালে দেশে বিদ্যুতের চরম সংকট ছিল। ওই সময় দেশে বিদ্যুতের চাহিদা গড়ে ৬ হাজার মেগাওয়াট থাকলেও, উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট।
|
হাওরের ক্ষতিগ্রস্তদের জন্য এপ্রিল পর্যন্ত চাল
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ৬ জেলার ৩ লাখ ৮০ হাজার পরিবারকে আরো ৩ মাস চাল দেবে সরকার। আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ভিজিএফ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও মত্স্যজীবীরা এ চাল পাবেন। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ হাজার ১২০ টন চাল, সিলেটে ৪ হাজার ৯৫০ টন, নেত্রকোনায় ৫ হাজার ২২০ টন, কিশোরগঞ্জে ৫ হাজার ৮৫০ টন, হবিগঞ্জে ২ হাজার ৬১০ টন এবং মৌলভীবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য ৪৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
|
শীতার্তদের মাঝে ৬১ লাখ কম্বল বিতরণ
শীত সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় ৬১ লাখ পিস কম্বল বিতরণ করেছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসন এ কম্বলগুলো শীতার্তদের মধ্যে বিতরণ করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৯ লাখ পিস ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তিন দফায় ৪২ লাখ পিস কম্বল দেশের উত্তরবঙ্গের ২০ জেলায় পাঠানো হয়েছে। এছাড়া শীতার্ত মানুষের জন্য ৮০ হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে। প্রতি প্যাকেটে ১ হাজার ২০০ টাকা মুল্যের বিভিন্ন খাবার সামগ্রী রয়েছে।
|
বাংলাদেশ মহিলা ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন। গত ২৪ ডিসেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় ভারতকে ১-০ গোলে পরাাজিত করে বাংলাদেশ মহিলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেন।
|