Joy Bangla Barta

Feb 01, 2018 | Issue 31

Joybangla Barta

সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন: উন্নয়ন সহযোগীরা উদ্দেশে প্রধানমন্ত্রী হাসিনা

বাংলাদেশ উন্নয়ন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠক দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য যৌথ কর্মপন্থা নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, "টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"

সুষম উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি

বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর সুষম উন্নয়ন সূচকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত প্রতিবেদনে বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির ৭৯টি দেশের তালিকায় ৩৮ তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এ তালিকায় ভারত ৬২তম ও পাকিস্তান ৪৭তম অবস্থানে রয়েছে। জীবনযাত্রার মান, পরিবেশগত স্থিতিশীলতা ও ঋণ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার ওপর ভিত্তি করে বৈশ্বিক এ সূচক প্রকাশ করেছে ডব্লিউইএফ।

আইএমএফের উন্নয়ন সূচকে শীর্ষ ৪০ দেশে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গত বছরের সমন্বিত উন্নয়ন সূচকে বাংলাদেশ শীর্ষ ৪০ দেশের মধ্যে উঠে এসেছে। গত বছরের সূচকের চেয়ে বাংলাদেশ এ বছর দুই ধাপ এগিয়ে ৩৬তম অবস্থান থেকে ৩৪তম অবস্থানে উঠে এসেছে। বিশ্বের ১০৩টি দেশের অর্থনৈতিক কার্যক্রম যাচাই করে অর্থনৈতিক অগ্রগতি জিডিপিতে কিভাবে অবদান রাখতে পারে তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। এই সূচকে ভারত ৬২তম, পাকিস্তান ৫২তম এবং শ্রীলংকার অবস্থান ৪০তম।

নৌকা স্বাধীনতা এনেছে, সমৃদ্ধির পথ দেখিয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিলেট থেকে আগামী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। সেই লক্ষ্য পূরণ করতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।"

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫ চুক্তি স্বাক্ষর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর বাংলাদেশ সফরে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, কূটনীতি, মত্স্য খাত এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

৩৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ৩৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। উদ্বোধন করা ১৮টি প্রকল্পের মধ্যে আছে মাজার, রাস্তা, পরীক্ষাগার, গবেষণাগার ভবন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। যে সব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেগুলোর উল্লেখযোগ্য হল - হযরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা ইবাদতখানা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ভবন।

নির্মিত হবে ৩০০০ মাধ্যমিক স্কুল ভবন

সরকার ১০ হাজার ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ' নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প' অনুমোদন করেছে। এ প্রকল্পের মাধ্যমে ৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ অন্যান্য ভবন নির্মাণ এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ করা হবে। বর্তমানে বাংলাদেশে ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ সকল বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৯১ লাখ ছাত্র/ছাত্রী শিক্ষা গ্রহণ করছে।

যাত্রা শুরু করলো দেশের সর্ববৃহৎ ইপিজেড

যাত্রা শুরু করলো দেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা ইপিজেড। চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১১৫০ একর জমিতে এ প্রকল্প গড়ে উঠবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এ প্রকল্প বাস্তবায়ন করছে। মীরসরাই ইকোনমিক জোনের শুধু বেপজার ইপিজেড প্রকল্পে ৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। আগামী ২ বছরের মধ্যে ইপিজেডের কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ করতে যাচ্ছে সরকার

বাংলাদেশিদের দক্ষতা উন্নয়নে কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার। এ জন্য 'জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮' প্রণয়ন করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশ ও বিদেশের চাহিদা মেটাতে পারে, এমন দক্ষ জনশক্তি সৃষ্টির চলমান প্রক্রিয়া আরো বেগবান হবে, ফলে বেকার সমস্যা নিরসন হবে এবং দেশের জনগণের কর্মক্ষম অংশ প্রশিক্ষিত হওয়ার মাধ্যমে জনমিতিক সুবিধা (ডেমগ্রাফিক ডিভিডেন্ড) প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হবে।

চলতি বছরের শুরুতে লক্ষাধিক নিয়োগ

বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজের মুক্তি ও দারিদ্র্য নিরসনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নানামুখী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে দ্রুততার সঙ্গে বিপুল সংখ্যক জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে বিভিন্ন পদে লক্ষাধিক জনবল নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে জনবল নিয়োগের দেওয়া হবে।  

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৩৮ হাজার পরিবারের জীবিকায়ন

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার গত ৮ বছরে মোট ৫৩টি জেলার ১৭১টি উপজেলায় ৩৮ হাজার ১০টি পরিবারের আবাসন নিশ্চিত করেছে। পুনর্বাসিত পরিবারের সদস্যরা বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকান্ডের জন্য ব্যবহারিক ও কারিগরী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ক্ষুদ্র ঋণ পাচ্ছে। এছাড়াও পরিবার সমূহের জন্য মসজিদ নির্মাণ, কবর স্থান, পুকুর ও গবাদি পশু প্রতিপালনের জন্য সাধারণ জমির ব্যবস্থা করা হয়েছে।

পালিত হলো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার মৃত্যুবার্ষিকী

সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বনানী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ঈদ পরবর্তী এক জনসভায় ২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।  

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe