তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ করতে প্রকল্প নিয়েছে সরকার
প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যাবহার সহজ করতে ১৫৯ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের অধীনে সরকার, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদ ও ভাষাবিদদের সমন্বয়ে চলছে বাংলাবান্ধব ১৬টি টুলস উদ্ভাবন। টুলসগুলোর মধ্যে রয়েছে- বাংলা করপাস, বাংলা ওসিআর, বাংলা স্পিচ টু টেক্সট, জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন, বাংলা স্টাইল গাইড উন্নয়ন, বাংলা ফন্টের ইন্টার অপারেবিলিটি ইঞ্জিন, বাংলা বানান ও ব্যাকরণ পরীক্ষক, বাংলা মেশিন ট্রান্সলেটর উন্নয়ন, স্ট্ক্রিন রিডার সফটওয়্যার প্রভৃতি।
|
রাজশাহীতে ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং নতুন ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদ্বোধন করা প্রকল্পের মধ্যে আছে একাডেমিক ভবন, ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, ফায়ার সার্ভিস স্টেশন, থানা, রাবার ড্যাম ইত্যাদি। যে সব উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ছাত্রীনিবাস, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ফ্লাইওভার, নভোথিয়েটার, গার্ডার ব্রীজ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইত্যাদি।
|
৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে একনেকে প্রকল্প
দেশের পূর্বাঞ্চলের ৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ৫ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। 'পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং ১৭৫ কিলোমিটার ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এছাড়াও ৪০০ কেভি দু'টি সাব স্টেশন ও ২৩০ কেভি দু'টি সাব স্টেশন নির্মাণ করা হবে।
|
৭ মাসে ১২ হাজার ৭০২ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কৃষি খাতে ১২ হাজার ৭০২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। প্রথম সাত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কৃষি খাতে ৫৪৩ কোটি টাকা বেশি বিতরণ হয়েছে। এ বছরে কৃষি খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৪০০ কোটি টাকা। এ মৌসুমে কৃষিঋণ বিতরণ আগের বছরগুলোর তুলনায় বাড়বে বলে আশা করা হচ্ছে। গত আমন মৌসুমে ঋণের চাহিদা বেশি হওয়ায় সার্বিক কৃষিখাতে ঋণ বিতরণ বেড়েছে।
|
চলতি বছরে ১০ হাজার চিকিৎসক নিয়োগ
বর্তমান সরকার দেশে স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব সেবা, শিশু স্বাস্থ্য সেবা মানুষের দোড়-গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বিশেষ কিছু উদ্যোগ। এরই ধারাবাহিকতায় চলতি বছরে দেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে গ্রামে শহরের মতো সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন চিকিৎসকদের গ্রামে থাকতে কোন অসুবিধা হবে না।
|
প্রত্যেক উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা
দেশের প্রত্যেক উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক -এর শাখা খোলা হচ্ছে। হতদরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র সঞ্চয়ে আগ্রহী করা এবং জামানতবিহীন ঋণ দানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। গ্রামীণ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে কাজ করছে এ ব্যাংক। ব্যাংকটি ইতোমধ্যেই সারাদেশের ৪০৬টি উপজেলায় কার্যক্রম শুরু করেছে। আগামী মাসের মধ্যেই বাকি সব উপজেলাতেও কার্যক্রম শুরু হচ্ছে।
|
রেলের আধুনিকায়নে এডিবির সাথে ৩৬ কোটি ডলারের চুক্তি
আধুনিক কোচ, ওয়াগন ও লোকোমোটিভ সংযোজনের মাধ্যমে বাংলাদেশের রেলের উন্নয়নে ৩৬ কোটি ডলার অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রোজেক্টের আওতায় নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি সংযোজন এবং পরিবেশবান্ধব কর্মপদ্ধতি প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের দক্ষতা বাড়ানো হবে। নতুন অনুমোদন হওয়া অর্থে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৪০টি নতুন ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন), ১২৫টি লাগেজ ভ্যান এবং মালবাহী ট্রেনের জন্য এক হাজার ওয়াগন।
|
মোবাইল ফোনেই ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা
মুক্তিযোদ্ধারা এখন থেকে ঘরে বসেই তাদের ভাতা নিতে পারবেন। আগামী জুলাইয়ের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে মোবাইল ফোনে ভাতার আওতায় আনা হবে। এ জন্য সরকারের ২০০ কোটি টাকা খরচ হবে। পরীক্ষামূলক এ প্রকল্প পরীক্ষামূলক এক মাস চলার পর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন হবে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ পরিবার মিলিয়ে মোট ৮ হাজার ৫১৪ জনকে ভাতা দেওয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু হয় ২০১৩ সাল থেকে।
|
সারাদেশে হবে ১ লাখের বেশি ফ্রি ওয়াই-ফাই জোন
সারাদেশে এক লাখের বেশি ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করার ঘোষণা দিয়েছে সরকার। এসব জোনে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা হবে। শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে প্রযুক্তি বৈষম্য কমাতে এ ধরনের আরও কয়েক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি বিভাগ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দিয়ে আসছে। দেশের সব মানুষকে ২০২১ সালের আগেই তথ্যপ্রযুক্তির সুবিধার মধ্যে নিয়ে আসার লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার।
|
প্রকাশিত হল গ্রাফিক নভেল 'মুজিব ৪'
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে চিত্রিত গ্রাফিক নভেল 'মুজিব ৪: দিল্লি অভিযান' প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এটি প্রকাশ করেছে। বঙ্গবন্ধুর দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান, এক টিকিটে তিনজনের ভ্রমণসহ আরো বেশ কিছু মজাদার বিষয় উঠে এসেছে এবারের খণ্ডে।
|