বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ
জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সদরদপ্তরে গত ১৫ মার্চ এক বৈঠকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন সংক্রান্ত ঘোষণা প্রদান করা হয়। জাতিসংঘের মানদন্ড অনুযায়ী একটি দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার, বাংলাদেশের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। মানবসম্পদ সূচকে ৬৬ প্রয়োজন হলেও বাংলাদেশ অর্জন করেছে ৭২ দশমিক ৯। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক হতে হবে ৩২ ভাগ বা এর কম যেখানে বাংলাদেশের রয়েছে ২৪ দশমিক ৮ ভাগ।
|
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উদযাপিত
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।
|
রোহিঙ্গা সেবায় 'মেডেল অব ডিসটিংকশন' পেলেন প্রধানমন্ত্রী
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'মেডেল অব ডিসটিংকশন'-এ ভূষিত করেছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মানবিক গুণাবলী বিশেষ করে মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে লায়ন্স ক্লাবস প্রেসিডেন্ট বলেন, এই উন্নয়নের জন্য বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে উচ্চ প্রশংসিত হচ্ছে।
|
১০ বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০০ শতাংশ
গত ১০ বছরে মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) প্রায় দুইশ' শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় ২০০৬ সালে ছিলো ৫৪৩ মার্কিন ডলার। দশ বছর পরে এসে ২০১৬ সালে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৬১০ মার্কিন ডলার। জিএনআই বৃদ্ধি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এবং সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিগত দশ বছরে জীবনযাত্রার মান ১৯৬ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
|
সাক্ষরতার হার ৭২ দশমিক ৭৬ শতাংশ
গত ১০ বছরে বাংলাদেশে সাক্ষরতার হার ২৬ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড পরিমাণ ৭২ দশমিক ৭৬ শতাংশে উন্নীত হয়েছে। ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিসটিক্স (ইউআইএস)-এর ২০১৬ সালের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এক দশকে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ৭৫ দশমিক ৬২ এবং ৬৯ দশমিক ৯০। এই তথ্যে দেখা যায়, গত ১০ বছরে শিক্ষিত যুবক ও যুব মহিলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
|
১ লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৭ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতের ৭ লাখ ৪৫ হাজার উদ্যোক্তার মাঝে মোট ১ লাখ ৬১ হাজার ৭৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আগের বছর ৬ লাখ ৩৫ হাজার উদ্যোক্তার মাঝে বিতরণ হয় ১ লাখ ৪১ হাজার ৯৩৫ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ খাতে ঋণ বেড়েছে ১৯ হাজার ৮৪২ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও ব্যাংকগুলোর প্রচেষ্টায় এসএমই খাতে ঋণ বিতরণ ও ঋণের গুণগত মান বেড়েছে।
|
৭ মাসে সেবা খাতে রফতানি আয়ে প্রবৃদ্ধি ১৭ শতাংশ
পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিতেও কদর বাড়ছে বাংলাদেশের। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) সেবা খাতে দেশের রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ০২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ সংক্রান্ত একটি হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করেছে। জুলাই থেকে জানুয়ারি মেয়াদে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে ২৩০ কোটি ৫ লাখ ডলার। এর আগে ২০১৬-১৭ অর্থবছরের একই সময় এ আয়ের পরিমাণ ছিল ১৯৬ কোটি ৯৯ লাখ ডলার।
|
চট্টগ্রামে ৩ মেগা প্রকল্পের যাত্রা শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরকালে ৩ টি মেগা উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেছেন। এ ছাড়া চট্টগ্রাম নগরী ও জেলার আরো ৩৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সব মিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার মোট ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে ১৩টি নবনির্মিত প্রকল্প উদ্বোধন হয়। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় শুধু চট্টগ্রাম নগরীতে ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
|
পদ সৃষ্টি হচ্ছে ১.২৫ লাখ নতুন শিক্ষক কর্মচারীর
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ লাখ শিক্ষক-কর্মচারীর নতুন পদ সৃষ্টি করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন শিক্ষা-সংশ্নিষ্টরা। এতে ক্লাস রুমে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটও দূর হবে। আসছে বাজেটে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮' চূড়ান্ত করা হয়েছে।
|
শ্রমিকদের জন্য আসছে খাত ভিত্তিক প্রশিক্ষণ
বিভিন্ন খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য খাতভিত্তিক ৬ মাস এবং ১ বছর মেয়াদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সহযোগিতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ দেওয়া হবে। এ সনদ নিয়ে নির্দিষ্ট কাজে বিদেশে গেলে অন্যান্য দেশের শ্রমিকদের সমহারে মজুরি পাবেন শ্রমিকরা।
|
বীমার আওতায় ১ হাজার স্বল্প আয়ের মানুষ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-র উদ্যোগে স্বল্প আয়ের ১০০০ মানুষকে বীমা সুবিধার আওতায় আনা হয়েছে। রিকশাচালক, পরিচ্ছন্ন কর্মী ও কমিউনিটি পুলিশিংয়ের কর্মীরা মাত্র ৭০ টাকার বিনিময়ে বীমার আওতায় এলেন। এই বীমা সুবিধার জন্য নামমাত্র অর্থও তাদের দিতে হয়নি। এ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে সারাদেশের স্বল্প আয়ের মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে। সবাইকে বীমায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
|