Joy Bangla Barta

May 06, 2018 | Issue 37

Joybangla Barta

বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দারিদ্র, বৈষম্য ও সংঘাতমুক্ত সমাজ গঠনের জন্য বৈশ্বিক শান্তি ও নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব বাড়াতে কমনওয়েলথ নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন। ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস অ্যাক্রস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন কালে তিনি এ আহবান জানান। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি ও তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। দেশে গুণগত শিক্ষার মান বাড়ানোর ওপর সরকার গুরুত্বারোপ করছে জানিয়ে তিনি বলেন, ‘ইনক্লুসিভ’ উন্নয়ন ও এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে সবার জন্য শিক্ষা তার সরকারের প্রধান লক্ষ্য’।

গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নারী শিক্ষা ও কর্মোদ্যোগে অন্যান্য সাধারণ নেতৃত্বের জন্য গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৌরবের মুকুটে যুক্ত হলো আরো একটি উজ্জ্বল পালক। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করায় তাকে এ সম্মানে ভূষিত করে। সিডনিতে পুরস্কার অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে সরকারের উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের কর্ম-পরিকল্পনার কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়নের কাজ শুরু করেছে। তিনি বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধী, খুনী এবং দেশের উন্নয়নের প্রতি অনাস্থাশীল চক্র যাতে আর কোনদিন এ দেশের রাষ্ট্রীয় রাস্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে।

জাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশের জয় লাভ

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইকোসক) ৩ টি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এগুলো হল কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ), ইউনিসেফের তহবিল এবং ইউএন উইমেন-এর পরিচালনা পরিষদে। ইকোসকের সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়। নির্বাচনে ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। এদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। পাশাপাশি এদিন স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করা হয়।

দরকারি সেবায় ৩৩৩

জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে একটি নতুন কলসেন্টার চালু হয়েছে। এখন থেকে ৩৩৩ নম্বরে কল করে নাগরিক সেবার বিষয়ে তথ্য প্রাপ্তি, মতামত ও অভিযোগ প্রদান করা যাবে। ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি, বাল্যবিয়ে, যৌতুক, ইভ টিজিং, পরিবেশ দূষণ, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন, জুয়া, চোরাচালান, সরকারি সম্পত্তি অবৈধ দখল বা চুরি প্রভৃতি সামাজিক সমস্যায় নম্বরটিতে কল করে তথ্য প্রদান ও প্রতিকার পাওয়া যাবে।

স্বাস্থ্যসেবায় অনন্য নজির গড়েছে কমিউনিটি ক্লিনিক

দেশের স্বাস্থ্যসেবার নজির গড়েছে ‘কমিউনিটি ক্লিনিক’। কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। বিশ্বের অনেক দেশ কমিউনিটি ক্লিনিক কার্যক্রম রোল মডেল বিবেচনায় নিয়ে নিজ দেশে তা চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে সারাদেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। প্রতিদিন একটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৩৮ সেবাগ্রহীতা যাচ্ছেন। প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী মায়েদের স্বাভাবিক ডেলিভারি হচ্ছে।

ডিজিটাল ডাটাবেজে আসছে ৩ কোটি কৃষক

কৃষি বাতায়নে সারাদেশের কৃষকের ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ৬৫ লাখ কৃষকের ডাটা এখানে সন্নিবেশিত হয়েছে। পর্যায়ক্রমে ৩ কোটি কৃষককে এই ডাটাবেজের আওতায় আনা হবে। সরকার ২০০৯ সাল থেকে কৃষির সার্বিক উন্নয়নে কৃষিবান্ধব নীতি ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগসহ তাদের নানাবিধ সহায়তা প্রদান করা হচ্ছে।

কারিগরি প্রশিক্ষণ পাবে ১০ হাজার তরুণ

শিক্ষিত ও স্বল্পশিক্ষিত তরুণদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য হাতে নেওয়া হয়েছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রগ্রাম (সেইপ) প্রকল্প। এ প্রকল্পের প্রথম ধাপ শেষ হয়েছে। প্রথম ধাপে মোট আট হাজার ৫৪১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কার্যক্রম সারা দেশে ১০ হাজার ৬৬০ জনকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিনা মূল্যে ভর্তি ফরম পাওয়া যাবে বাইওয়া ট্রেনিং ফ্যাসিলিটি, প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট, ওয়ারী, ঢাকা – এই ঠিকানায়।

মুক্তিযোদ্ধাদের জন্য আসছে নতুন ৩ ভাতা

দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধারা বর্তমানে মাসিক ভাতার পাশাপাশি দুটি উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতার সঙ্গে অচিরেই বৈশাখী ভাতা, স্বাধীনতা দিবস ভাতা ও বিজয় দিবস ভাতা যুক্ত হতে যাচ্ছে। এছাড়াও অচিরেই প্রতিমাসে মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।  

আরও ৪ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাবেন

আগামী অর্থবছরে বয়স্ক ভাতার সংখ্যা আরও কমপক্ষে ৪ লাখ বাড়ানো হবে। এ নিয়ে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ৩৯ লাখে। বর্তমানে ৩৫ লাখ ব্যক্তিকে বছরে ২ হাজার ১০০ কোটি টাকা বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। প্রতি মাসে ৫০০ টাকা হারে এই ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা কর্মসূচি দেশের ৬৮ হাজার গ্রামের সিনিয়র সিটিজেনের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের স্বাস্থ্য নিরাপত্তায় এই ভাতা বেশ উপকারে আসছে।

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা এখন ১৪৯ মিলিয়ন

বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১৪৯ মিলিয়নে গিয়ে পৌঁছেছে। গত ফেব্রুয়ারির পর্যন্ত এ হিসাব প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরে প্রথম দুই মাসেই ৩.৬৬ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের সর্বমোট মোবাইল ফোন ব্যবহারকারী ছিল ১৪৫.১১ মিলিয়ন। সম্প্রতি দেশে চালু হয়েছে ফোরজি নেটওয়ার্ক। ফোরজি নেটওয়ার্ক চালুর ফলে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe