Joy Bangla Barta

May 16, 2018 | Issue 37

Joybangla Barta

অগ্রগতির নতুন মাইলফলক বঙ্গবন্ধু স্যাটেলাইটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশের অব্যাহত অগ্রগতির পথে এটি একটি নতুন মাইলফলক যোগ করবে। এক টেলিভিশন বার্তায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের পতাকা মহাকাশে উড্ডয়ন করায় বাংলাদেশ স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হিসেবে নতুন যুগে প্রবেশ করেছে।’ এ সময় তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সুবিধা প্রাপ্তি শুরু

সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষপণ হওয়ার পর আগামী তিন মাসের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সুবিধা পাওয়া শুরু হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব। বাইরে থেকে এখন আর স্যাটেলাইট ভাড়া নিতে হবে না। উপরন্তু বাইরের দেশে স্যাটেলাইট ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এছাড়াও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে।

ঢাকায় অনুষ্ঠিত হল ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন

ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলন সফল ভাবে আয়োজন করেছে বাংলাদেশ। সম্মেলনে ৫৩টি সদস্য রাষ্ট্র, ৩টি পর্যবেক্ষক এবং ২টি অতিথি রাষ্ট্রের সদস্য উপস্থিত ছিলেন। সম্মেলনে ২২ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী-উপমন্ত্রী এবং ৫২টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জ ও আগামী দিনের লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা শেষে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১২০টির বেশি রেজ্যুলেশন নেয়া হয়।

সরকারের দুই মেয়াদে উন্নয়ন বাজেট বেড়েছে ৬ গুণ

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি ১৭ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ২০০৯-১০ অর্থবছরের বাজেট তৈরি করে, তখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ৩০ হাজার ৫০০ কোটি টাকা। সে হিসেবে গত ১০ বছরে বাজেটে এডিপির আকার বেড়েছে ছয় গুণ। চলতি অর্থবছরের সঙ্গে তুলনা করলে আগামী অর্থবছরের এডিপির আকার বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

পার্বত্যাঞ্চলের ১ লাখ ২০ হাজার শিশু পাবে প্রাক-প্রাথমিক শিক্ষা

পার্বত্য চট্টগ্রামের ২৬ টি উপজেলার ১ লাখ ২০ হাজার শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। এ লক্ষ্যে সরকার ‘সাসটেইনেবল সোসাল সার্ভিস ফর হিলট্রাকস্’ নামক ৪১৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের গ্রহণ করেছে যা আগামী ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। শিশু, কিশোরী ও নারীর অপুষ্টি হ্রাসের পাশাপাশি সামাজিক সক্ষমতা জোরদার করতে প্রকল্পের আওতায় ২ লাখ ৬ হাজার পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রচারাভিযান চালানো হবে।

কৃষকদের উন্নয়নে এফএও-এর ২০ কোটি টাকার প্রকল্প

কৃষিক্ষেত্রে জ্ঞান ও কৃষক-সংগঠনের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আর্থিক সহযোগিতা দেয়া হবে। এই প্রকল্প থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক কৃষক সংগঠনে মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ, প্রযুক্তি জ্ঞান, তথ্য ও আর্থিক বিষয়সমূহ নিশ্চিত করবে এবং বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে।

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চুক্তি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চায়না হয়াদিয়ান কোম্পানির সঙ্গে বিপিডিবি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠন করে ৪৮ মাসে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

খুলনা দর্শনা ডাবল লাইন রেলওয়ে প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা-দর্শনা সেকশনে ডাবল লাইন রেলওয়ে ট্রাক নির্মাণে একটি প্রকল্প অনুমোদন করেছে। রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে ৩ হাজার ৫০৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে খুলনা-দর্শনা সেকশনে প্রায় ১২৬.২৫ কিলোমিটার বিজি রেলওয়ে ট্রাক ডাবল লাইনে উন্নীত করবে। প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়িত হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যাবে।

লক্ষ্যমাত্রা অর্জনের পথে রফতানি আয়

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগোচ্ছে রফতানি আয়। অর্থবছরের ১০ মাস শেষে অর্থাৎ জুলাই-এপ্রিল পর্যন্ত সময়ে মোট লক্ষ্যমাত্রা অর্জন থেকে রফতানি আয় মাত্র ৯ কোটি ডলার কম হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময় রফতানি বেশি হয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ। একক মাসের হিসাবে এপ্রিলে লক্ষ্যমাত্রা থেকে আয় বেশি হয়েছে দশমিক ৫১ শতাংশ। অর্থবছরের বাকি দুই মাসের রফতানি মিলে বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা সংশ্নিষ্টদের।

দশ মাসে রেমিটেন্স বেড়েছে ১৭.৫১ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম দশ মাসে প্রবাসী বাংলাদেশীরা দেশে ১২,০৮৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর আগের অর্থ বছরের একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের চেয়ে এ সময়ে আসা রেমিটেন্সের পরিমান ১৭.৫১ শতাংশ বেশি। দেশে টাকা পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নেয়ায় ২০১৭-১৮ অর্থবছরে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ঈদের মাসে রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।  

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৩ বিলিয়ন ডলার

গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে দেখা গেছে, এপ্রিল শেষে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। জমা হওয়ার এ রিজার্ভ দিয়ে প্রায় ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। সেটা থাকলে সে দেশের আর্থিক স্বক্ষমতা ভাল বলে ধরে নেওয়া হয়।

৬ কোটি ছাড়িয়েছে মোবাইল ব্যাংকিং হিসাব

দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। এই সময়ে মোবাইল ব্যাংকিংয়ে মোট এজেন্টের সংখ্যা দাড়িয়েছে ৮ লাখ ৪ হাজার ৬১০। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ হাজার ১১ কোটি টাকা লেনদেন হয়েছে। বর্তমানে এ সেবা ব্যবহার করে মানুষ তাদের পরিবার পরিজন ও নিকটাত্মীয়ের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন।

কম দামে টিসিবির পণ্য পাচ্ছেন ক্রেতারা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশর বিক্রয়কেন্দ্র, পরিবেশক ও ভ্রাম্যমাণ ট্রাক থেকে বাজারদরের চেয়ে কম দামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। এখন থেকে রমজান মাসজুড়ে পাঁচ ধরনের পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। এসব পণ্য ১৮৪ ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি হচ্ছে। এ ছাড়া সংস্থার ২ হাজার ৭৮৪ ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে রমজান মাসজুড়ে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe