Joy Bangla Barta

May 31, 2018 | Issue 39

Joybangla Barta

জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবাপ্রদান করতে পুলিশ বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষ বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন। আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষ্যে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিস গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

বাংলাদেশের শান্তিরক্ষীদের দৃষ্টান্তমূলক সেবা সারাবিশ্বে প্রশংসিত: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮ উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের দৃষ্টান্তমূলক সেবা, কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নিঃস্বার্থ মনোভাব এবং সাহসিকতা আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সব বাংলাদেশি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

কমিউনিটি ক্লিনিকের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গ্রাম পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকের সাফল্যের প্রসংশা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের প্রাথমিক চিকিত্সা নিশ্চিত করতে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো যে সফলতা দেখিয়েছে তা বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি স্বাস্থ্য খাতের এই অগ্রযাত্রা ধরে রাখতে বাংলাদেশকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ হাজার কোটি টাকা

আগামী পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ হাজার ৩৯৭ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। পিইডিপি-৪ কর্মসূচির আওতায় প্রাথমিকে ১ লাখ ৬৫ হাজার শিক্ষক নিয়োগ এবং ১ লাখ ৩৯ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও ৭১ হাজার ৮০৫টি ল্যাপটপ, ৪০ হাজার শ্রেণিকক্ষ, প্রধান শিক্ষকদের জন্য সাড়ে ১০ হাজার কক্ষ, ৭৮ হাজার ওয়াশ ব্লক নির্মাণ, সুযোগ না পাওয়া ১০ লাখ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত এবং ৬৫ হাজার বিদ্যালয়ে দুর্যোগ মোকাবেলা সরঞ্জাম সরবরাহ করা হবে।

এমপিও পেলেন ৩৮৯২ শিক্ষক

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩ হাজার ৮৯২ জন শিক্ষককে নতুন করে এমপিওভুক্ত করেছে সরকার। তিন হাজার ৮৯২ জন শিক্ষকের মধ্যে স্কুল ও কলেজের শিক্ষক রয়েছেন ৩ হাজার ৪৬৩ জন এবং মাদ্রাসার শিক্ষক রয়েছেন ৫২৯ জন। এমপিও পাওয়া শিক্ষকদের মধ্যে বরিশাল ১৬১, চট্টগ্রাম ১২৮, কুমিল্লা ১৭৮, ঢাকা ৪৫৮, খুলনা ৪০৪, ময়মনসিংহ ৫৯৯, রাজশাহী ৪৯২, রংপুর ৬৪০ ও সিলেট অঞ্চলের ১০২ জনকে অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত করা হয়।

'স্কিলস্‌-২১' প্রকল্প উদ্বোধনে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগ 'স্কিলস্‌-২১: এম্পাওয়ারিং সিটিজেনস্‌ ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল গ্রোথ' প্রকল্পের লক্ষ্য কারিগরি শিক্ষার আধুনিকায়ন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, কাজের সুযোগ তৈরি এবং উৎপাদন ক্ষমতা বাড়ানো। এ প্রকল্পের আওতায় বাংলাদেশে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিকিউএফ) চালু করা হবে, যা দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার মান নিয়ন্ত্রণে কাজ করবে।

সামাজিক সুরক্ষার আওতায় আরও ১০ লাখ মানুষ

আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা নতুন করে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বয়স্ক ও বিধবা, মাতৃত্বকালীন, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচির আওতায় প্রায় ৬৮ লাখ উপকারভোগী সরকারের কাছ থেকে সরাসরি নির্ধারিত অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছেন। এবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই সংখ্যা ৭৮ লাখে উন্নীত করা হচ্ছে।

দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানকারী ২০ দেশের তালিকায় বাংলাদেশ

‘দি এনার্জি প্রোগ্রেস রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাত বছরে বাংলাদেশে বিদ্যুতের আওতায় আসা মানুষের সংখ্যা বেড়েছে। এ সময়ে বিদ্যুতের গ্রাহক বেড়েছে প্রতি বছর প্রায় সাড়ে তিন শতাংশ হারে, যা আগের যে কোন সময়ের তুলনায় সবচেয়ে বেশি। এতে বিশ্বে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানকারী শীর্ষ ২০টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। গত সাত বছরে দেশের প্রায় ২৫ শতাংশ মানুষের পরিবার প্রথমবারের বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৪৫০ কোটি দিচ্ছে বিশ্বব্যাংক

পল্লী এলাকায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের নেওয়া এক প্রকল্পে বিশ্বব্যাংক সাড়ে ৫ কোটি ডলার (৪৫০ কোটি টাকা) অর্থায়ন করবে। গ্রাম, চর ও দ্বীপাঞ্চলে বসবাসকারী ১ কোটি মানুষের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে ও জ্বালানি সাশ্রয়ী চুলার সম্প্রসারণে এ অর্থ ব্যয় হবে। প্রকল্পের অর্থায়নে ১০০০ সৌরবিদ্যুৎ চালিত পাম্প, ৩০টি সোলার মিনি গ্রিড এবং গ্রামাঞ্চলে প্রায় ৪০ লাখ উন্নতমানের রান্নার চুলা স্থাপন করা হবে।

রাস্তা উন্নয়নসহ ৩,৩৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম জোনের মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণের লক্ষে ৩ হাজার ৩৮০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সাপেক্ষ একই ধরনের পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। চলতি অর্থবছরের ২৫তম একনেক সভায় এই পাঁচটি প্রকল্পসহ ৯ হাজার ৫১৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয় সাপেক্ষ মোট ১৩ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।  

নির্ধারিত কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট

উৎক্ষেপণের একাদশ দিনে মহাকাশের নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করা হবে। বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে ১৪ মিলিয়ন ডলার ব্যয় হয়, এখন থেকে সেই অর্থ সাশ্রয় হবে। স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রেখে বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগে আগ্রহী রাশিয়া

'রাশিয়া-বাংলাদেশ আইটি সামিট' -এ বাংলাদেশের সাইবার সিকিউরিটি, ই-গভর্নমেন্ট, স্মার্ট সিটি, ডাটা সেন্টার, আই-ক্লাউড, ফরেনসিক ল্যাবসহ অন্যান্য আইটি সেক্টরে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে রাশিয়া। পাশাপাশি বাংলাদেশ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য বিশ্বমানের ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন রুশ বিনিয়োগকারীরা। রুশ ফেডারেশন দেশের হাইটেক পার্কেও বিনিয়োগ করতে চায়।

চালু হল ডিএনসিসির নগর ডিজিটাল সেন্টার

তথ্য প্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে নগর ডিজিটাল সেন্টার স্থাপন করছে। নগরীর ৩৬টি ওয়ার্ডে ইতোমধ্যে ৩০টিতে ডিজিটাল সেন্টার পুরোপুরি চালু হয়েছে। নাগরিকদের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে এসব সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য ৩৬ ওয়ার্ডে ৭২ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়, যাতে তারা স্ব স্ব ওয়ার্ডে স্বল্প খরচে এবং দ্রুত জনগণকে ডিজিটাল সেবা প্রদান করতে পারেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe