Joy Bangla Barta

July 01, 2018 | Issue 39

Joybangla Barta

পালিত হল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীঃ বাংলার মাটি ও মানুষের পাশে ৬৯ বছর

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। মানুষ আওয়ামী লীগের ওপর যে আস্থা রেখেছে, তার সম্মান দিচ্ছে। সম্মান দিয়ে যাবো’। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বের ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল, যারা একটি জাতির ভাষা, স্বাধীনতা এবং পতাকার জন্যে সংগ্রাম করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই দলটি জনগণের পছন্দে পরিণত হয়। স্বাধীনতার চার দশক পরে এখনো দলটি দেশের জনগণের পছন্দের শীর্ষে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত

সফররত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সংঘাত নিরসন এবং শান্তি স্থাপনে জাতিসংঘের প্রচেষ্টার সাথে বাংলাদেশের সম্পৃক্ত থাকার সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য বাংলাদেশ জাতিসংঘের আহবানে সাড়া দিয়ে সৈন্য এবং পুলিশ সদস্য প্রেরণে প্রস্তুত রয়েছে।’ বৈঠকে জ্যাঁ পিয়েরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী বিশেষ করে নারী সৈনিক এবং পুলিশ সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ বছর

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭ মাস ৬ দিন বেড়ে ৭২ বছর হয়েছে। যা ২০১৬ সালে ছিলো ৭১.৬ বছর। পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩.৫ বছর অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭০.৬ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

তিন বছরে ৪৩৩ কোটি ডলার দেবে এডিবি

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিনিয়োগ ক্রমাগত বাড়ছে। আগামী তিনি বছরে ২০১৯-২১ সাল পর্যন্ত এ সংস্থা ৪৩৩ কোটি ডলার ঋণ দেবে। মূলত ছয়টি খাতকে গুরুত্ব দিয়ে আগামী তিন বছরের ঋণ পরিকল্পনা সাজিয়েছে এডিবি। গুরুত্ব পাওয়া খাতগুলো হলো- জ্বালানি, পরিবহন, শিক্ষা, পানি ও নাগরিক সেবা, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়ন এবং আর্থিক খাত। নতুন পরিকল্পনায় জ্ঞানভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াবে সংস্থাটি।

নিজস্ব অর্থায়নে হবে ৫৬০ মডেল মসজিদ

সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নিজস্ব অর্থায়নে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭২২ কোটি টাকা। এর পুরোটাই দেওয়া হবে সরকারি তহবিল থেকে। ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রসারে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা সরকারের বিশেষ লক্ষ্য। এসব মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করবে। সব কটি মসজিদ একই নকশায় তৈরি হবে।

বিদ্যুৎ সঞ্চালনে সামর্থ্য বাড়াতে ৩ হাজার ২৭৪ কোটি টাকার প্রকল্প

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালনের সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প হাতে নিয়েছে । এতে খরচ হবে ৩ হাজার ২৭৪ কোটি টাকা। এই প্রকল্পে এডিবির সহায়তা ধরা হয়েছে ২ হাজার ২৭৫ কোটি টাকা। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যত অর্থনৈতিক অঞ্চলের জন্য বরিশাল এলাকায় বিদ্যুৎ বিতরণের সক্ষমতা বাড়ানো। এর পাশাপাশি দেশের বৃহত্তম কৃষি উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী বরেন্দ্র অঞ্চল এবং ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করা।

রাজধানীতে নামছে ৩৯১টি আর্টিকুলেটেড বাস

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনা এবং নেটওয়ার্ক পুনর্গঠনের লক্ষ্যে ৩৯১টি আর্টিকুলেটেড (দুই বগির জোড়া লাগানো) বাস কিনতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ঢাকায় আলাদা ডেডিকেটেড লেনে চলবে বাসগুলো। এ বাসের দৈর্ঘ্য হবে ২২ মিটার, যাত্রী ধারণ ক্ষমতাও দ্বিগুণ। প্রায় দেড়শ জন যাত্রী একটি বাসে ভ্রমণ করতে পারবেন। স্মার্ট কার্ড ও ইলেকট্রনিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করা হবে বাসে। ডেডিকেটেড রুট জুড়ে থাকবে ৮০টি স্টপেজ।

রেলে যুক্ত হচ্ছে ৪০ ইঞ্জিন

রেলওয়ের পণ্য পরিবহন ও যাত্রীসেবা বাড়াতে নতুন লোকোমোটিভ বা ইঞ্জিন এবং লাগেজ ভ্যান, ওয়াগন কিনবে সরকার। এ লক্ষ্যে ৩ হাজার ৬০২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন নামে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাকি ৭৬২ কোটি ৫২ লাখ টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনা হবে।

কৃষি পণ্য রপ্তানি বাড়ছে

চলতি ২০১৭-১৮ অর্থবছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় রয়েছে দেশের কৃষি পণ্য রপ্তানি। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫২ কোটি তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৬০ কোটি ৯০ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৭ দশমিক ০৪ শতাংশ বেশি। আর ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায়ও ১৮ দশমিক ০৯ শতাংশ বেশি।

চলতি অর্থবছরে ৩,৯৮২ কোটি টাকার মৎস্য রপ্তানি

চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে প্রায় ৩ হাজার ৯৮২ কোটি টাকা মূল্যের প্রায় ৬৩ হাজার ৭৩৪ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়েছে। মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উল্লেখযোগ্য পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।  

৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে হাইটেক পার্ক

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন কালিয়াকৈর হাই-টেক পার্ক এবং অন্যান্য হাইটেক পার্কের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই আইটি/আইটিইএস সেক্টরের চাহিদার ভিত্তিতে ৪১টি বিষয়ের ওপর প্রশিক্ষণ কোর্স কারিকুলামও নির্ধারণ করা হয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংক্রান্ত ৪১টি বিষয়ে প্রায় ৩ হাজার জনকে প্রশিক্ষণ দেবে।

ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে

ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে। ইন্টারনেট ব্যবহারের ওপর ধার্য ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই সিদ্ধান্তে এখন থেকে আগে যেখানে ১০০ টাকায় যে ১৫ টাকা ভ্যাট দিতে হতো গ্রাহককে, দিতে হবে ৫ টাকা। সব ধরনের ইন্টারনেটের ওপর এটা প্রযোজ্য হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টা সফল করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

সালমা-রুমানাদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো কোনও টুর্নামেন্টের ট্রফি জিতে ইতিহাস গড়া মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটারের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। ভারতকে হারিয়ে শিরোপা জেতা মেয়েদের পারফরম্যান্সে দারুণ খুশি হন প্রধানমন্ত্রী। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি ক্রিকেট বোর্ড সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe