Joy Bangla Barta

August 01, 2018 | Issue 42

Joybangla Barta

আমরা চাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, “গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকলেই দেশ সবদিক থেকে এগিয়ে যায়, আমরা তা প্রমাণ করেছি”। কারণ গণতান্ত্রিক পরিবেশ না থাকলে দেশ উন্নত হয় না বরং মানুষ বঞ্চিত ও নির্যাতনের শিকার হয়। আমরা চাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। তিনি আরও বলেন যে ২০১৪ সালের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রেখেছি বলেই দেশে এতো উন্নতি হয়েছে।

বাংলাদেশ কমনওয়েলথের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

কমনওয়েলথ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জুলাই থেকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে। কমনওয়েলথ সেক্রেটারিয়েটে সংস্থার বোর্ড অব গভর্নরস এর সভায় অনুষ্ঠিত নির্বাচনে সমঝোতার ভিত্তিতে এই পদে বাংলাদেশ জয়ী হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা ও কমনওয়েলথ’র কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং ভূমিকাই দেশের জন্য এই সম্মান নিয়ে এসেছে।

আইটি, বিদ্যুৎ ও আবাসনে বিনিয়োগ করবে সিঙ্গাপুর

সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের বিশেষ ইকোনমিক জোনে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীরা বাংলাদেশ সফরকালে তারা এ সিদ্ধান্তের কথা জানান। সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে আইটি, পাওয়ার ও হাউজিং সেক্টরে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। সিঙ্গাপুর বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের চলমান বাণিজ্য ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশের ১৫০টির বেশি কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য করছে।

পাবনায় অর্ধশত প্রকল্পের ভিত্তিস্থাপন ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ৪৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে- ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত ট্রেন চলাচল, পাবনা মেডিকেল কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, ঈশ্বরদী থানা ভবন এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। তিনি যেসব প্রকল্পের ভিত্তিস্থাপন করেছেন সেগুলো হল- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ, জেলা সদরে ১০০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম, সুজানগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি।

রূপপুর দ্বিতীয় ইউনিটের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের দ্বিতীয় ইউনিট নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর তিনি সুধী সমাবেশে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ নিরাপত্তা পদ্ধতি অবলম্বন করে নির্মাণ করা হচ্ছে। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মধ্যম আয়ের উত্তরণের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২৯২০ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন

ছয় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৯২০ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ২ হাজার ৭০ কোটি ১৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার তহবিল থেকে ২২৪ কোটি ৫৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা পাওয়া যাবে ৬২৫ কোটি ৭০ লাখ টাকা। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

৯ বছরে ৫ লাখ ৮৬ হাজার প্রশিক্ষিত যুবকের আত্মকর্মসংস্থান

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গত ৯ বছরে দেশের বেকার যুবক ও যুবমহিলাকে ৮১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে। সর্বমোট ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জনের মধ্যে এই টাকা বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট ৭৫টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত ৯ বছরে ২২ লাখ ৩৭ হাজার ৮৬ যুবক ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আরও ১৬ জেলায় পাসপোর্ট অফিস

নতুন ১৬ জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন স্থাপন করা হচ্ছে। পাসপোর্ট প্রত্যাশীদের উন্নতমানের সেবা প্রদানের উদ্দেশে বিকেন্দ্রীকরণের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৮৭ কোটি টাকা। যেসব জেলায় নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ করা হবে সেগুলো হচ্ছে- বান্দরবান, খাগড়াছড়ি, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, জয়পুরহাট, পিরোজপুর, ঝালকাঠি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর ও সিলেট।

মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন মোবাইলে

মুক্তিযোদ্ধা ভাতাসহ যে কোনো ধরনের টাকা পেতে মুক্তিযোদ্ধাদের যাতে কষ্ট না হয়, সে জন্য ই-পেমেন্টের মাধ্যমে তাদের মোবাইলে প্রাপ্য টাকা পৌঁছে দেবে সরকার। এ জন্য মুক্তিযোদ্ধার কাছ থেকে ব্যাংকিং বা মোবাইল চার্জ বাবদ কোনো টাকা নেওয়া হবে না। এ ধরনের সব চার্জ সরকার বহন করবে। এ ছাড়া যদি কারও মোবাইল না থাকে, তাহলে সরকারি খরচে ওই মুক্তিযোদ্ধাকে মোবাইলও কিনে দেওয়া হবে।

মাছ উৎপাদনে চতুর্থ অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশে মাছের উৎপাদন বেড়েছে ২৫ গুণ। আর দেশে উৎপাদিত মাছের ৭৫ শতাংশ এখন বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন মাছ চাষীরা। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের (আইএফপিআরআই) সর্বশেষ সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। আইএফপিআরআই -এর সমীক্ষায় বলা হয়, বাড়তি চাহিদা, প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো, লাখ লাখ পুকুর মলিক এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগে বাংলাদেশে মাছের উৎপাদন দ্রুতগতিতে বেড়েছে।  

৩০ বিলিয়ন ডলার ছাড়ালো পোশাক রপ্তানি

রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শেষ করেছে বাংলাদেশ। শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৩ হাজার ৬৬৬ কোটি ৮২ লাখ (৩৬.৬৬ বিলিয়ন) ডলার আয় করেছে। এর মধ্যে ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। সার্বিক রপ্তানি ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

সাগরে পথ দেখাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

অভ্যন্তরীণ ও সমুদ্র পথে চলাচলকারী নৌযান ও জাহাজের নাবিকরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা পাবেন। এই সেবার মাধ্যমে নদী ও সমুদ্র পথে চলাচলকারী জাহাজের অবস্থান ও গতিবিধি ছাড়াও আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বন্দর, ফেরী ঘাট, জাহাজ ও অন্যান্য স্থাপন স্যাটেলাইট থেকে প্রয়োজনীয় সেবা পাবে।

শহীদ স্মরণে ৩০ লাখ চারা লাগানোর উদ্যোগ

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশে একযোগে ৩০ লাখ গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এসব গাছের চারা লাগানো হবে। ইতোমধ্যে ৩০ লাখ গাছের চারা সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click here to unsubscribe Bangladesh Awami League's update. To learn more about Bangladesh Awami League, click here.


Click Here to Unsubscribe