মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৫১ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৫১ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক। এর মধ্যে ৫০ কোটি ডলার ঋণ হিসেবে এবং বাকি ১ কোটি ডলার গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (জিএফএফ) আওতায় অনুদান হিসেবে দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি কম আয়ের পরিবারের সন্তানদের, বিশেষ করে মেয়েদের এইচএসসি পর্যন্ত পড়াশোনায় সহযোগিতা করা হচ্ছে।
|
জ্ঞানভিত্তিক শিল্পায়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে
বাংলাদেশে জ্ঞানভিত্তিক শিল্পায়নের ধারা জোরদারে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ঝাং জু। তিনি বলেন, বাংলাদেশের রাসায়নিক সার, স্টিল, কেমিক্যাল, তথ্যপ্রযুক্তি, চিনি, কাগজসহ মানুফ্যাকচারিং শিল্পখাতে চীনের উদ্যোক্তারা বিনিয়োগে করতে আগ্রহী। ইতোমধ্যে চীনের একটি খ্যাতনামা উদ্যোক্তা প্রতিষ্ঠান বাংলাদেশের স্টিল সেক্টরে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
|
১১ প্রকল্পের অনুমোদন
ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক । প্রকল্পগুলো হচ্ছে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত ভূমি অধিগ্রহণ; ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন; বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার, ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট ও ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন; ড. এম. এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন; সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্প।
|
৮ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন আটটি বিদ্যুৎকেন্দ্রের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি দুটি গ্রিড সাবস্টেশন এবং দেশের ২১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো হলো ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, গাজীপুর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, দাউদকান্দি ২০০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ২০০ মেগাওয়াট, নোয়াপাড়া ১০০ মেগাওয়াট, মুন্সিগঞ্জ ৫৪ মেগাওয়াট এবং সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
|
জলবিদ্যুৎ বিষয়ে নেপালের সঙ্গে সমঝোতা চুক্তি
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে নেপালের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। এই সমঝোতার আওতায় নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও নেপালের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলো রয়েছে। তুলনামূলকভাবে সস্তা ও পরিবেশবান্ধব হলেও বাংলাদেশে এর উৎপাদন সম্ভাব না হওয়ায় নেপাল ও ভুটানের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা বাড়াতে কাজ চালিয়ে আসছে বর্তমান সরকার।
|
হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস
সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালেও ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করা হবে। হাসপাতালের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে থাকবে ইসিজি, এক্সরে, প্যাথলজির সুবিধাসহ বিশেষজ্ঞ চিকিত্সক টিম। মেডিসিন, সার্জারি, গাইনিসহ স্ব স্ব বিভাগের বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে মেডিক্যাল টিম সার্বক্ষণিক থাকবে।
|
মন্ত্রিসভায় অনুমোদন পেল সড়ক পরিবহন আইন - ২০১৮
বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা প্রমাণ হলে দোষি ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন ২০১৮-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনে পরিবহন মালিককেও দায়বদ্ধতার মধ্যে আনা হয়েছে। এই আইন অনুযায়ী মোটরযান মালিককে ২০০৬-এর শ্রম আইন অনুসারে মোটরযান চালকের সঙ্গে লিখিত চুক্তিপত্র করতে হবে। লাইসেন্স ছাড়া ও চুক্তিপত্র ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না।
|
ফেনীর ফোর-লেন ওভারপাসের আনুষ্ঠানিক উদ্বোধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেপুরের ফোর লেন রেলওয়ে ওভারপাস যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ওভারপাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ৮৬ দশমিক ৭৯ মিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভারের ঢাকা অভিমুখী ৩৪৭ মিটার ও চট্টগ্রাম অভিমুখী ৪০৮ মিটার দৈর্ঘ্যরে এপ্রোচ রোড রয়েছে। ওভারপাসটি নির্মাণ করতে সর্বমোট ব্যয় হয়েছে ৬৮ কোটি টাকা।
|
ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হচ্ছে
দেশব্যাপী লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) সহযোগিতায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে আগামী ৩ বছরের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য্ (মুদি দোকান) বিক্রি করে এমন ১০ হাজার ক্ষুদ্র উদ্যেক্তাকে এ সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
|
তাঁতিদের প্রশিক্ষণে ১১৭ কোটি টাকার প্রকল্প
তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাঁতিদের প্রযুক্তি জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে দেশের বিভিন্ন জেলায় পাঁচ প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে। একই সঙ্গে তাঁতপণ্য বিপণন সহজ করতে কুষ্টিয়ার কুমারখালী এবং ঢাকার কারওয়ান বাজারে স্থায়ী মার্কেট প্রমোশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি প্রকল্পের আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ তাঁত উন্নয়ন বোর্ড। এ প্রকল্পের ব্যয় হবে ১১৭ কোটি টাকা। এসব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতিবছর দেড় হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
|
জুলাইতে রেমিট্যান্সে ১৮ শতাংশ প্রবৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ১৩১ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক গত বছরের জুলাইয়ে আসা রেমিট্যান্সের তুলনায় ১৮ শতাংশ বেশি, গত অর্থবছরের জুলাই মাসে ১১১ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। কোরবানি ঈদকে সামনে রেখে প্রবাসীরা চলতি আগস্ট মাসে আরো বেশি রেমিট্যান্স পাঠাবেন বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক।
|