Joy Bangla Barta

Dec 04, 2018 | Issue 51

Joybangla Barta

জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা করার সংকল্প ব্যক্ত করে এই দেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তিনি বর্তমান সরকারের মেয়াদের শেষ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চলার পথ কখনই মসৃণ ছিল না, কন্টকাকীর্ণ ছিল, তবুও আমরা এগিয়ে যেতে সক্ষম হয়েছি। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি।’ বাংলাদেশকে একটা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তাঁর সরকার রাষ্ট্র পরিচালনা করে বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের স্বপ্নের কথা শুনলেন প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে তরুণদের বিভিন্ন উদ্যোগ, পরামর্শ শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সেই সাথে তরুণদের কাছ থেকে গ্রহণ করেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।

বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম: ইইউ

সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদল বলেছে, বাংলাদেশ সরকার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম। ইউরোপিয়ান পার্লামেন্ট বিশ্বাস করে বাংলাদেশ নির্বাচনী পরিস্থিতি মোকাবেলায় ভালোভাবেই প্রস্তুত। প্রতিনিধিদলে আছেন ইউরোপীয় পার্লামেন্টের রক্ষণশীল সদস্য রুপার্ট ম্যাথুস,ইতালির ইইউ পার্লামেন্ট সদস্য ফ্লুভিও মার্টুসিয়েলো এবং আলবার্তে সিরিও, পর্তুগীজ পার্লামেন্টের সদস্য সান্দ্রা ক্রিস্টিনা ডি সিকিওরোস পিরিয়ারা এবং যুক্তরাজ্যের ইউরোপীয় অর্থনৈতিক ও সামাজিক কমিটির সদস্য মাদি শর্মা।

চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৭.৮৬%, মাথাপিছু আয় ১৭৫১ ডলার

গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রাক্কলিত হিসাবের চেয়ে বেশি হয়েছে। আর চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৭৫১ ডলার, যা প্রাথমিক হিসাবে ১৭৫২ ডলার হতে পারে ধারণা করা হয়েছিল। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৮ শতাংশ; মাথাপিছু আয় ছিল ১৬১০ ডলার। এদিকে ২০১৮ সালের হিসাবে দেশে দারিদ্র্যোর হার আরও কিছুটা কমে ২১ দশমিক ৮ শতাংশ হয়েছে। আগের বছর দারিদ্র্যের হার ছিল ২৩ দশমিক ৮ শতাংশ।

৬ বছরে রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি ১৫ দশমিক ১৫ শতাংশ

বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ বা রাজস্ব আয় বাড়ানোর যে পরিকল্পনা সরকারের ছিল গত কয়েক বছরে তা অনেকাংশে সফল হয়েছে। গত ৬ বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয় গড়ে ১৫ দশমিক ১৫ শতাংশ হারে বেড়েছে। আগে ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল এক লাখ ৯ হাজার ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। বিগত ২০১৭-১৮ অর্থবছরে এই আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার কোটি টাকা।

তিন মাসে সেবা খাতে রপ্তানি আয় হয়েছে ১৪০ কোটি ডলার

অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন সেবা রপ্তানি করে লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৭৬ শতাংশ বেশি আয় হয়েছে। জুলাই-সেপ্টেম্বর মাসে বিভিন্ন ধরনের সেবা রপ্তানি করে ১৪০ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। এই তিন মাসে সেবা রপ্তানি খাতে লক্ষ্যমাত্রা ছিল ১২৫ কোটি ডলার। গত অর্থবছরের প্রথম তিন মাসে আয় এসেছিল ৯০ কোটি ৬৩ লাখ ডলার। এরমধ্যে সেবা খাতের একক উপখাত হিসেবে সরকারি পণ্য ও সেবা উপখাত থেকে সর্বোচ্চ আয় হয়েছে ৫৬ কোটি ১৭ লাখ ডলার।

দুটি শিল্পপার্ক ও চামড়া শিল্পনগরী উদ্বোধন

মুন্সিগঞ্জের ওষুধ ও সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এবং সাভারের চামড়া শিল্পনগরী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সরকার সারাদেশে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “মানুষের কর্মসংস্থানের উপর আমরা নজর দিচ্ছি। বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। বিনিয়োগ যাতে হয়, দেশি-বিদেশি সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

সংস্কার হচ্ছে আড়াই হাজারের বেশি পোস্ট অফিস ভবন

দেশজুড়ে রয়েছে ২ হাজার ৮৭৯টি পোস্ট অফিস ভবন। এবার এসব পোস্ট অফিস ভবন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৬টি বিভাগে ৬টি জিপিও ভবন, ২৪ জেলায় জেলা পোস্ট অফিস ভবন, ঢাকা মহানগর এলাকায় ৮টি এবং রাজশাহী মহানগর এলাকায় ১টিসহ মোট ৯টি সাব পোস্ট অফিস ভবন এবং রাজধানীর বনানীর ডাক জীবনবীমা অফিসের নিজস্ব ভবন নতুন করে নির্মাণ করা হবে।

আশ্রয়ন প্রকল্পে পৌনে ২ লক্ষাধিক পরিবার পুনর্বাসন

প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের অন্যতম ‘আশ্রয়ন প্রকল্প’-এর মাধ্যমে দেশের ১ লাখ ৭৫ হাজার ভূমি ও গৃহহীন পরিবার আশ্রয়ন ও জীবিকার সংস্থান হয়েছে। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত তিনটি পর্যায়ে এদের পুনর্বাসন করা হয়। আশ্রয়ন প্রকল্প থেকে আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে মানব সম্পদে উন্নীত করতে এবং বিভিন্ন ইস্যুতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে পুনর্বাসিত পরিবারের বয়স্ক নারী ও পুরুষদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এক মলাটে উন্নয়ন-অগ্রগতির দশ বছর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা দুই মেয়াদে উন্নয়নযাত্রার কথা এবার মুদ্রিত হলো ছাপা অক্ষরে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে ‘বাংলাদেশ: অগ্রগতি ও উন্নয়নের দশ বছর’ এই সংকলনটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশনস। সরকারের অর্জনগুলোর মধ্যে এই সংকলনে গুরুত্ব পেয়েছে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় ২০,৪৩০ মেগাওয়াটে উন্নীতকরণ, প্রবৃদ্ধির হার ৭.৮৬ শতাংশে উন্নীতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষিকার্ড ও ১০ টাকায় ব্যাংক হিসাব, বিনা জামানতে চাষীদের ঋণ প্রদান, চিকিৎসা সেবার জন্য প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালের ৪১.৫ থেকে ২০১৭-২০১৮ বছরে ২১ শতাংশে হ্রাস, এবং মাথাপিছু আয় ১,৭৫১ ডলারে উন্নীতকরণের সাফল্যগাথা।

বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানি ভাষায় প্রকাশিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষায় অনূদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী মিজ আকিয়ে আবে, বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ তোশিকো আবে এবং গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click the unsubscribe link. To learn more about Bangladesh Awami League, click here.

Click Here to Unsubscribe