একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহবান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই আহবান জানান। শেখ হাসিনা বলেন, ‘সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করেছে। আমাদের ওপর দেশের মানুষ যে দৃঢ় আস্থা রেখেছেন, আমরা তার পরিপূর্ণ মূল্যায়ন করব।’ তিনি বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করব, ইনশাআল্লাহ।’
|
সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট শিছিন চেন। পুনরায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করে চেন বলেন, প্রধানমন্ত্রীর এই মেয়াদে বাংলাদেশ হবে ‘অন্যরকম বাংলাদেশ’।
|
বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে জাপান
জাপান সরকার বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি। বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ গত এক দশক ধরেই ক্রমান্বয়ে বাড়ছে। ২০০৮ সালে যেখানে ৭০টি জাপানি কোম্পানি বাংলাদেশে ছিল, ২০১৭ সালে তা আড়াইশ ছাড়িয়ে যায়। জাপানি কোম্পানিগুলো ২০১৭ সালে বাংলাদেশে ১ হাজার ১৩০ কোটি জাপানি ইয়েন বিনিয়োগ করেছে, যা প্রায় ৮৪০ কোটি টাকার সমান।
|
মানব সম্পদ উন্নয়নে ২০ কোটি ইউরো দিচ্ছে ইইউ
প্রাথমিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে ২০ কোটি ৫৫ লাখ ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে হাতে নেওয়া ‘এইচসিডিপি-২১’ কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে এই সহায়তা দেবে। সহায়তার ২০ কোটি ৫৫ লাখ ইউরোর মধ্যে ১৫ কোটি ইউরো খরচ হবে চলমান প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) বাস্তবায়নে। আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রশিক্ষণে ব্যয় হবে ৫ কোটি ডলার।
|
আরব-আমিরাতের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও বিদ্যুৎ খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণের অংশ হিসেবে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এর ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএইর মধ্যে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে একটি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির।
|
কর্ণফূলী টানেলের বোরিং কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের বোরিং কাজের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের যোগাযোগ ক্ষেত্রের আরেকটি দিগন্ত উন্মোচিত হল। ৩ দশমিক ৫ কি.মি. এই টানেলটি বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটাই প্রথম। চারলেন বিশিষ্ট এই টানেল নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। চিনের পূর্ব এবং পশ্চিম সাংহাইকে সংযুক্তকারি টানেলের আদলে এটি চট্টলার দুটি প্রান্তকে যুক্ত করবে।
|
বসেছে পদ্মা সেতুর ৮ম স্প্যান
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অস্টম স্প্যান ‘৬ই’ বসেছে। নতুন এই স্প্যানটি স্থাপিত হয়েছে ৩৬ ও ৩৫ নম্বর খুঁটিতে। লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিক টন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই র সাহাজ্যে জাজিরা প্রান্তে নিয়ে এ স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দু’প্রান্তে দৃশ্যমান হয় সেতুর ১২শ’ মিটার। এছাড়া আগামী ১০ মার্চের মধ্যে জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির ওপর ‘৬-ডি’ স্প্যান বসানোর কথা রয়েছে।
|
সেবা বাড়াতে ৮৪১ কোটি টাকা ব্যয়ে ২০টি রেল ইঞ্জিন
রেলওয়ের সেবা বাড়াতে কোরিয়া থেকে ৮৪১ কোটি টাকা ব্যয়ে ২০টি ডিজেল ইলেকট্রিক রেল ইঞ্জিন কেনা হবে। সরকার টু সরকার বা জিটুজি পদ্ধতির আওতায় কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে এসব ইঞ্জিন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে সরকার ও কোরিয়ার এক্সিম ব্যাংক এ অর্থায়ন করছে। এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর রেলভবনে কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
|
সরকারি হলো আরও ৩ কলেজ
আরও তিনটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি হওয়া কলেজগুলো হলো- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, জয়পুরহাটের কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার কমরউদ্দিন ইসলামিয়া কলেজ। সরকারিকরণের সরকারি আদেশ (জিও) ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
|
গত পাঁচ বছরে বিদেশি বিনিয়োগ ২৮, ৫৫৫ দশমিক ৫৩ মিলিয়ন ডলার
গত পাঁচ অর্থ বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৮, ৫৫৫ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি অর্থে এর পরিমাণ ১ কোটি ১৫ লাখ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- চীন ৮,১০৭ দশমিক ৩৩৩৪৩ মিলিয়ন ডলার; সংযুক্ত আরব আমিরাত ৭,৮৩৬ দশমিক ২৯৪ মিলিয়ন ডলার; সিঙ্গাপুর ২,২৬১ দশমিক ৭৬০১ মিলিয়ন ডলার; যুক্তরাজ্য ১,৯৬২ দশমিক ৫৩২১ মিলিয়ন ডলার; যুক্তরাষ্ট্র ১,২১৯ দশমিক ১৯৬৭ মিলিয়ন ডলার এবং ভারত ৯৭৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
|
২০২২ সালে মাছ উৎপাদনে প্রথম হবে বাংলাদেশ
দেশে মাছ উৎপাদনে বড় ধরনের সাফল্য এসেছে। চলতি অর্থ বছরে ৪১ দশমিক ৩৪ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে । এভাবে উৎপাদন হলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী ২০২২ সালে মাছে বাংলাদেশ বিশ্বে এক নম্বর অবস্থানে যাবে, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে চার নম্বরে। দেশে পাঙাশ, তেলাপিয়া ও রুই জাতীয় মাছের উৎপাদন বেড়েছে। মাছ উৎপাদনে প্রথম চীন এবং দ্বিতীয় অবস্থানে ভারত। ২০২২ সালে বাংলাদেশই মাছ উৎপাদনে প্রথম হবে।
|
মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পালন
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গ্রহণ করেছে আওয়ামী লীগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বরেন্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।
|