আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধী ভাতা পাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে তাঁর সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরে বলেছেন, সরকার আগামী বাজেট থেকে দেশের সব প্রতিবন্ধীকে ভাতা প্রদান করবে। ‘আগামী বাজেট থেকে দেশের যত প্রতিবন্ধী রয়েছে তাঁদেরকে আমরা ভাতা প্রদান করবো, ইনশাল্লাহ,’-উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সরকার ১০ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭০০ টাকা হারে ভাতা প্রদান করছে।
|
৮% প্রবৃদ্ধির প্রাক্কলন এডিবির
চলতি অর্থবছর শেষে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৮ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। এডিবির বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ এ প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রাক্কলন করেছে, তাতে ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ১৩ শতাংশ।
|
ঢাকায় জীবন মান উন্নয়নে ১০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি এলাকার উন্মুক্ত জায়গা ও নাগরিক সেবার মান উন্নয়নে ১০ কোটি ৫ লাখ ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক। কামরাঙ্গির চর, লালবাগ, সূত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান ও খিলগাঁও-মুগদা-বাসাবো এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবে অন্তত দশ লাখ মানুষ। ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রোজেক্ট’ নামের এই প্রকল্পের আওতায় ওই চার এলাকায় পার্ক, খেলার মাঠ, জলাশয়সহ উন্মুক্ত জায়গা, সড়ক, ফুটপাত ও কমিউনিটি সেন্টারের মত ভবনের উন্নয়ন করা হবে।
|
আইটি প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার দেবে এডিবি
প্রস্তাবিত একটি আইটি প্রকল্পে ১২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের মাধ্যমে দেশের আইটি সেক্টরে মানবসম্পদ উন্নয়নে নির্বাচিত বিশ্ববিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের মাধ্যমে তারা গুণগতমানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে সক্ষম হবে।
|
৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তর স্থাপন সহ ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ’র (বেজা) আওতাধীনে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু, ২০টি নতুন শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন এবং ৫টি চলমান কাজের উদ্বোধন রয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
|
শিগগির নিয়োগ দেয়া হবে ১৫ হাজার চিকিৎসক
দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। প্রথম ধাপে আগামী দুমাসের মধ্যে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ হওয়ার কথা রয়েছে। এর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়াও শিগগিরই দেশে দেড়শো হাসপাতালে নতুন আইসিইউ নির্মাণের কথা রয়েছে।
|
বিনা জামানতে ২৪০০০ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ
ব্যাংকগুলো ২০১৮ সালে জামানত ছাড়া ২৪ হাজার ৪৫৭ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। এর আগের বছর এমন ঋণের পরিমাণ ছিল ১৯ হাজার ২৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ বেড়েছে পাঁচ হাজার ৪৩১ কোটি টাকা বা ২৮ দশমিক ৫৪ শতাংশ। এসএমই খাতের নতুন উদ্যোক্তাকে জামানত ছাড়া ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। বিনা জামানতে একজন নারী উদ্যোক্তাকে ২৫ লাখ এবং পুরুষ উদ্যোক্তাকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার বিধান রয়েছে।
|
পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরিতে বরাদ্দ ১০ কোটি টাকা
পাট থেকে সোনালি ব্যাগ তৈরিতে অধিকতর গবেষণার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৯ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় পাট থেকে পচনশীল পলিমার তৈরি করা হবে, যা থেকে তৈরি হবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ ও মোড়কসহ দৈনন্দিন বিভিন্ন দ্রব্য। এতে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব উপাদান তৈরির কাজে নতুন কর্মসংস্থান হবে। এ ছাড়া এসব পণ্য বিদেশে রফতানির পরিকল্পনাও রয়েছে প্রস্তাবিত প্রকল্পে।
|
নয় মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি ১২ শতাংশের বেশি
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি থেকে প্রকাশিত চলতি অর্থবছরের তিন প্রান্তিকের তথ্যে দেখা যায়, এই সময়ের মধ্যে কৌশলগত লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে প্রায় ৩১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা প্রাক্কলনের চেয়ে ৭ দশমিক ২০ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৫৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২৮ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। রপ্তানির এই ধারা অব্যাহত থাকলে এবারও বাংলাদেশের রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
|
রেমিট্যান্স বাড়ল ১০ দশমিক ৩ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এক হাজার ১৮৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১১ কোটি ডলার বা ১০ দশমিক ৩০ শতাংশ বেশি। বৈদেশিক মুদ্রা সংগ্রহে ব্যাংকগুলোর তৎপরতা বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলের সঙ্গে অবৈধ চ্যানেলে ডলারের দরে খুব একটা পার্থক্য না থাকা এবং হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপসহ নানা কারণে রেমিট্যান্স বেড়েছে বলে সংশ্নিষ্টদের ধারণা।
|