Joy Bangla Barta

May 01, 2019 | Issue 56

Joybangla Barta

যৌন নিপীড়ন প্রতিরোধে সরকার কঠোর আইন প্রণয়ণ করবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, যৌন নিপীড়ন প্রতিরোধে তাঁর সরকার কঠোর আইন প্রণয়ন করবে, যাতে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘যারা যৌন নিপীড়ন করবে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, সে ব্যবস্থা আমরা করবো। আর যৌন নিপীড়ন যারা করবে তাদের ক্ষমা নেই। অনেক সংসদ সদস্য বলেছেন এরজন্য একটা কঠোর আইন করা দরকার। আমরা ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারের ব্যবস্থা করেছি। প্রয়োজনে এজন্য যদি কঠোর আইন করতে হয় ইনশাল্লাহ করবো।’

পালিত হল মুজিবনগর দিবস

মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী বাহিনী বর্বর গণহত্যা চালানোর পর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। পরে এটির নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

ব্রুনেইয়ের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই

এলএনজি ও এলপিজি সরবরাহসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দক্ষিণ পূর্ব এশিয়ার পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ ব্রুনেইয়ের সঙ্গে ছয়টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। পাশাপাশি কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উন্নয়নের চাহিদা পূরণে আসছে বড় বাজেট

নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাড়তি উন্নয়নের চাহিদা পূরণের লক্ষ্যে আগামী অর্থবছরের জন্য আরেকটি বড় বাজেট করতে যাচ্ছে সরকার। বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের ওপর ভর করে এবারের বাজেট বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া হবে। আগামী ১৩ জুন জাতীয় সংসদে আগামী বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে তার প্রথম বাজেট। আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা।

হুইসেল বাজিয়ে ‘বনলতা এক্সপ্রেস’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন 'বনলতা এক্সপ্রেস' ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ট্রেনে রয়েছ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন বগি। এর মধ্যে শোভন চেয়ারের ৭ টি বগিতে আসন ৬৪৪টি। দুটি এসি বগিতে আসন সংখ্যা ১৬০টি। এ ছাড়া দুটি খাবার গাড়িতে ৫৪টি করে ১০৮টি আসনসহ ট্রেনটিতে মোট ৯২৮টি আসন রয়েছে। উন্নতমানের খাবার এবং ওয়াইফাই সুবিধা থাকবে প্রতিটি বগিতে।

পদ্মা সেতুর ১১তম স্প্যান বসায় দৃশ্যমান হল ১ হাজার ৬৫০ মিটার

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১১তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর ‘৬সি’ নম্বর স্প্যানটি বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো। চলতি মাসে এই নিয়ে দু’টি স্প্যান বসলো। এই প্রথম খুব অল্প সময় অর্থাৎ ১৩ দিনের ব্যবধানে পদ্মা সেতুর দু’টি স্প্যান উঠলো। এর আগে ১০ নম্বর স্প্যানটি মাওয়া প্রান্তে গত ১০ এপ্রিল বসানো হয়। এছাড়া চলতি মাসেই ১২ নম্বর স্প্যানটি বসানোর কথা রয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে অনন্য উচ্চতায় বাংলাদেশ

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। গত ২৪ এপ্রিল দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ওইদিন রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট মাইলফলক ছোঁয়। এর আগে গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। তার আশাবাদের এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হয়ে গেল চাকরি মেলা

প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য শুরু হয়েছে চাকরি মেলা। তথ্যপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মেলাটির আয়োজন করেছে। তিনিদিনব্যাপী এ মেলায় বাক্য, এফবিসিসিআই, মাই আউটসোর্সিং, কোয়াব, লিডস কর্পোরেশনসহ মোট ২১ টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ইতোমধ্যে ৩ হাজার প্রতিবন্ধীদের মূল ধারায় নিয়ে আসার জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সেন্ট্রাল ডেটাবেজ এবং বিশেষ ভাবে অ্যাপস তৈরি করা হচ্ছে।

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বদরবারে প্রশংসিতঃ সজীব ওয়াজেদ

চতুর্থ বিপিও সম্মেলন-২০১৯ এর উদ্বোধনকালে বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আমরা যেসব উন্নয়ন করছি তা আন্তর্জাতিক প্রেক্ষাপটেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিশেষ করে প্রতিটি গ্রামে দ্রুততম সময়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন খুবই প্রশংসিত হচ্ছে। আমরা চেষ্টা করেছি এবং এখনো কাজ করছি যেন আইটি সেবাকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় নেওয়া যায়।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে দেশের সব টিভি ও এটিএম বুথ

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) সংযুক্ত হওয়ার পাশাপাশি ব্যাংকের এটিএমও সংযুক্ত করা হচ্ছে। নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এটিএম বুথের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার আরও নিরাপদ হবে। এখানে তথ্য লিক হওয়ার কোনও সুযোগ থাকবে না। এই স্যাটেলাইটের ব্যান্ডউইথে দেশের প্রান্তিক অঞ্চলও ইন্টারনেটের আওতায় আসবে।

BANGLADESH AWAMI LEAGUE
23, Bangabandhu Avenue, Dhaka-1000. Bangladesh.

Join us on Facebook Follow us on Linkedin Follow us on G+ Follow us on Twitter
This email was sent by Bangladesh Awami League. Please note that this email account is not monitored. If you wish to stop receiving these emails, please click the unsubscribe link. To learn more about Bangladesh Awami League, click here.

Click Here to Unsubscribe