বাংলাদেশ ও জাপানের মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের ওডিএ চুক্তি স্বাক্ষরিত
চারটি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট এসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় যে ৪টি প্রকল্প রয়েছে সেগুলো হলো: মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস রেপিড ট্রানজি ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-১), সরাসরি বিদেশী বিনিয়োগ উন্নয়ন প্রকল্প এবং এনার্জি ইফিসিয়েন্সি এন্ড কনজার্ভেশন প্রমোশন ফিনেন্সিং প্রজেক্ট (পর্ব-২)।
|
পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার
আরও একটি পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাবনার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপনের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মোস্তফা মটরস এবং ইলেক্ট্রিক সায়েন্স এন্ড সোলারল্যান্ড টেকনোলজি লিমিটেড যৌথভাবে এ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে। সরকার এ প্রকল্প থেকে ২০ বছর পর্যন্ত প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮ টাকা ৫৯ পয়সা দরে কিনবে।
|
বিসিক থেকে ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তার প্রশিক্ষণ লাভ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ পর্যন্ত ১৪টি ট্রেডে ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া বিসিক নকশা ও নমুণা উদ্ভাবন ও বিতরণ করেছে যথাক্রমে ৩৩ হাজার ১২৪ এবং ৬৮ হাজার ৬০টি। বিসিকের নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক, প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি ট্রেডে উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হয়।
|
দ্বিতীয় মেঘনা, গোমতী সেতুর উদ্বোধন
রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন করেছেন। এর আগে চলতি বছরের ১৬ মার্চ তিনি শীতলক্ষ্যা নদীর উপর দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করেন। এই তিনটি সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে, ৮ হাজার ৪শ’ ৮৭ কোটি টাকা, র মধ্যে জাপানের জাইকা ৬ হাজার ৪শ’ ৩০ কোটি টাকা সহায়তা দিয়েছে। সেতু তিনটি খুলে যাওয়ার ফলে জনসাধারণের ঈদ যাত্রা সহজ হবে।
|
চালু হলো ‘পঞ্চগড় এক্সপ্রেস’
পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেন সার্ভিস চালু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকার সংকেত দেখিয়ে উদ্বোধন ঘোষণা করেন। ঢাকা-পঞ্চগড় রেলপথে দ্রুত গতির পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচশ ৯৩ কিলোমিটার পথ পাড়ি দেবে ১০ ঘণ্টায়। ট্রেনটি যাত্রাপথে ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে।
|
নয় মাসে সেবা রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সেবা খাতের রপ্তানির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সেবা রপ্তানি থেকে বাংলাদেশ ৪৩১ কোটি ৭৩ লাখ ডলার আয় করেছে। এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৪ শতাংশ আর নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় ১৫ দশমিক ১৩ শতাংশ বেশি। জুলাই-মার্চ সময়ে সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি আয় হয়েছে সরকারি পণ্য ও সেবা রপ্তানি থেকে। এ উপখাত থেকে এসেছে ১৬৯ কোটি ৫২ লাখ ডলার।
|
২৪ দিনেই ১.৩৫ বিলিয়ন ডলার রেমিটেন্স
চলতি মে মাসের ২৪ দিনেই ১৩৫ কোটি (১.৩৫ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এক মাসের হিসাবে মে মাসে অতীতের যে কোন মাসের চেয়ে বেশি রেমিটেন্স এসেছে। আর অর্থবছর শেষে এবার রেমিটেন্সের পরিমাণ ১৬ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) এক হাজার ৩৩০ কোটি ৩০ লাখ (১৩.৩০ বিলিয়ন) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ছিল গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি।
|
হাওরের কৃষক রক্ষায় চালু হচ্ছে শস্য বীমা
দেশের উত্তর-পূর্বাঞ্চলে হাওর এলাকার সাত জেলায় শস্য বীমা চালু করতে যাচ্ছে সরকার। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে সাধারণ কৃষকদের রক্ষায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের থেকে প্রিমিয়াম হিসেবে নামমাত্র টাকা নিয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হবে। প্রিমিয়ামের বাকি অর্থ দেবে সরকার। এজন্য সাধারণ বীমা করপোরেশন একটি প্রকল্প হাতে নিয়েছে। পুরো হাওর এলাকা বাধ্যতামূলকভাবে বীমার আওতায় থাকবে।
|
মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা বাড়ছে
মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা আরও দুই হাজার টাকা করে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করতে যাচ্ছে সরকার। এবারের বাজেটে ওই প্রস্তাব অনুমোদন হলে চলতি বছরের জুলাই থেকে ১২ হাজার টাকা করে ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা। একইভাবে দুই ঈদে সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং ছয় হাজার টাকা বিজয় দিবস ভাতা ও তিন হাজার টাকা নববর্ষ ভাতাও পাবেন তারা। এর আগে তিন দফায় মুক্তিযোদ্ধা ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করে সরকার।
|