জিডিপিতে প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশ
গত ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১০ বছর ধরে জিডিপিতে চলতি বাজার মূল্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বের মধ্যে সবার শীর্ষে রয়েছে। স্পেক্টেটর ইনডেক্স ২০১৯-এর প্রকাশিত তথ্য থেকে এ খবর জানা যায়। গত ১০ বছরে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ এই তালিকার শীর্ষে রয়েছে। এই সময়কালে চীন ১৭৭ শতাংশ, ভারত ১১৭ শতাংশ, মালয়েশিয়া ৭৮ শতাংশ, অস্ট্রেলিয়া ৪১ শতাংশ এবং ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।
|
নবায়নযোগ্য জ্বালানির ৩ প্রকল্পে ১৫৫৫ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক
পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে ৩ প্রকল্পে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ঋণ ও অনুদান মিলিয়ে মোট ১৮ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি ঋণ চুক্তি সই হয়েছে। মোট ১৮ কোটি ৫০ লাখ ডলারের ঋণের মধ্যে ১৫ কোটি ৬০ লাখ ডলার দেওয়া হবে ‘বাংলাদেশ স্কেলিং- আপ রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম’ প্রকল্পের জন্য। এ প্রকল্পটির মাধ্যমে ফেনীর সোনাগাজীতে ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে।
|
আগামী ৩ বছরে ৫০০ কোটি ডলার দেবে এডিবি
বাংলাদেশের জন্য এডিবির ২০২০-২২ মেয়াদে নতুন কান্ট্রি বিজনেস প্লানের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আগামী ৩ বছরে ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন সংস্থা (এডিবি)। সরকারের সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা, এডিবি কৌশলপত্র ২০৩০ ও এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমান্তরাল চলবে কান্ট্রি বিজনেস প্লান। তথ্য প্রযুক্তির উপর জোর দিয়ে দক্ষতা উন্নয়ন ও উচ্চস্তরের শিক্ষাকে অগ্রাধিকার দেবে এ অর্থায়ন। এছাড়া রাজস্ব প্রশাসনের স্বয়ংক্রিয়করণ, বন্ড বাজার উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সেচ, গ্রামীণ সংযোগ এবং বিদ্যুতায়ন উন্নয়নের প্রকল্পও এতে আছে।
|
১০০০ কোটি ডলার বিনিয়োগ করবে আমিরাতের ব্যবসায়ীরা
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েককটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে ১০০০ কোটি ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ ইকোনোমিক ফোরাম এ তথ্য জানিয়েছে। গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ৬৯ শতাংশ বেড়ে ৩৬১ বিলিয়ন হয়। এসময় চীন, জাপান ও যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আরও সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে প্রস্তুত। ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগ বাড়িয়ে লাভের সুযোগ নেব বলে আশা করা হচ্ছে।
|
৫,৪৯৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীর উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ১,৩৯৮ কোটি টাকার ভূমি অধিগ্রহণ প্রকল্পসহ মোট ৫,৪৯৪.০৪ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। অপর অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০১২.১১ কোটি ব্যয়ে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ (১ম সংশোধিত), ১২৮.১৯ কোটি ব্যয়ে পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচের ব্যবহার, ১১৭ কোটি ব্যয়ে সমন্বিত খামার ব্যবস্থাপনা অঙ্গ-২ পর্যায় (আইএফএসসি) উল্লেখযোগ্য।
|
এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ
উত্তরা থেকে মতিঝিলের ২০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড মেট্রো-রেলের সার্বিক নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রকল্পটির ৩০ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, উত্তরা ও আগারগাওয়ের মধ্যকার ৪৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২১ সালের ১৬ ডিসেম্বর জনগণের জন্য উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। মোট আটটি প্যাকেজে ২০ কিলোমিটার মেট্রো-রেল নির্মাণের প্রকল্পটি সম্পন্ন হচ্ছে। আগারগাও থেকে মতিঝিল পর্যন্ত ২৩.৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় প্যাকেজের আওতায় ৫২ শতাংশ কাজ দৃশ্যমান হয়েছে এবং অবশিষ্ট কাজও শিগগিরই শেষ হবে।
|
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ৩৫২ কোটি টাকার প্রকল্প
সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ৩৫২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সমতল অঞ্চলের ২৯ জেলার ২১০টি উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এই প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতিতে সমন্বিত প্রাণিসম্পদ উৎপাদনের লক্ষ্যে আধুনিক ব্যবস্থাপনা, উন্নতজাতের ঘাস উৎপাদন ও সংরক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পিছিয়ে পড়া এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি হবে।
|
উদ্যোক্তাদের সহযোগিতায় নতুন নীতিমালা অনুমোদন
ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের অর্থ প্রাপ্তির সুযোগ, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ, বাজারে প্রবেশের সুযোগ, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ, ব্যবসায় সহযোগিতা এবং তথ্যের সুযোগ প্রাপ্তি এ ছয়টি উদ্দেশ্যকে সামনে রেখে নীতিমালা করা হয়েছে। জাতীয় শিল্পনীতির আলোকে এই নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালা ২০১৯-২০২৪ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই খাতে প্রায় ৭৮ লাখ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান আছে। জিডিপিতে এই খাতের অবদান হলো প্রায় ২৫ শতাংশ।
|
আইসিটি উদ্যোক্তাদের মূলধন যোগাবে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট'
তথ্যপ্রযুক্তি বিভাগ ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট' নামে এই প্রকল্প চালু করবে, যার মাধ্যমে উদ্যোক্তারা মূলধন হিসেবে ১০ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পাবেন। তথ্যপ্রযুক্তিতে হার্ডওয়্যার অ্যান্ড আরঅ্যান্ডডি খাতের উদ্যোক্তাদের উৎসাহ দিতে মূলধন জোগাবে তথ্য প্রযুক্তি বিভাগ। ঢাকায় ১৪ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে’ এ কার্যক্রমের উদ্বোধন হবে। হার্ডওয়্যার ও সফটওয়্যার খাত থেকে বছরে ৫ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পর সরকার এখন জোর দিচ্ছে আইসিটি ইকোসিস্টেমে।
|
ফ্রিল্যান্সাররা একবারে ১০ হাজার ডলার আনতে পারবেন
যারা সেবা রফতানি করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন তাদেরকে বর্তমানের তুলনায় দ্বিগুণ অর্থ আনার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একটি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নিজের ব্যাংক হিসাবে নিতে পারেন সেবা রফতানিকারকরা। বাংলাদেশ ব্যাংক অর্থের পরিমাণ ১০ হাজার ডলার করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বর্তমানে প্রতি মাসে প্রায় ১ কোটি ডলার অনলাইন পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে দেশে আসে।
|
রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত
কোরবানির ঈদের পরও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম সাধারণত ঈদের পর প্রবাসীরা কম রেমিটেন্স পাঠান। কিন্তু এবার কোরবানির ঈদের পরও রেমিটেন্স বেড়েছে। দুই মাসে (জুলাই-অগাস্ট) গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে। নতুন বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে প্রবাসীরা ১০০ টাকা দেশে পাঠালে ২ টাকা প্রণাদনা পাবেন।
|